iPhone 14 ছাড়াও আগামী একবছরে Apple আনছে Watch Series 8, Macbook, Mac PC ও HomePod

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট অ্যাপল (Apple) প্রতিবছর তাদের আইফোন রেঞ্জের স্মার্টফোনগুলির পাশাপাশি ট্যাবলেট, ইয়ারবাড, পার্সোনাল কম্পিউটার প্রভৃতি বাজারে আনে। সেই রীতি বজায় রেখে এখন একটি নতুন রিপোর্টে দাবি করা হয়েছে যে, সংস্থাটি আগামী এক বছরের মধ্যে তাদের বেশ কয়েকটি নতুন ডিভাইস চালু করার পরিকল্পনা করছে। এই প্রোডাক্টগুলির মধ্যে থাকবে চারটি iPhone 14 মডেল, তিনটি Apple Watch Series 8 ভ্যারিয়েন্ট, M2 এবং M3 চিপ সহ বেশ কয়েকটি Macbook এবং Mac PC, অ্যাপলের প্রথম মিক্সড-রিয়েলিটি হেডসেট, একগুচ্ছ লো-এন্ড এবং হাই-এন্ড আইপ্যাড ট্যাবলেট, এক জোড়া আপডেটেড AirPods Pro ইয়ারবাড, একটি নতুন HomePod এবং একটি আপগ্রেড করা Apple TV।

Apple আগামী এক বছরের মধ্যে বাজারে আনছে একগুচ্ছ নতুন ডিভাইস

ব্লুমবার্গ (Bloomberg)- এর সাংবাদিক মার্ক গারম্যান তার পাওয়ার অন নিউজলেটারে আগামী এক বছরের মধ্যে লঞ্চ হতে চলা অ্যাপলের যাবতীয় নতুন প্রোডাক্ট এর তালিকা ও সেগুলির বিশদ বিবরণ শেয়ার করেছেন। তিনি বলেছেন যে এই প্রোডাক্টগুলি ২০২২ সালের শেষার্ধ থেকে ২০২৩ সালের প্রথমার্ধের মধ্যে লঞ্চ করা হবে।

iPhone 14 সিরিজ

গত বছরের অক্টোবর থেকেই আইফোন ১৪ নিয়ে জল্পনা শুরু হয়েছে। অ্যাপল প্রোডাক্ট বিশ্লেষক মিং-চি কুও-এর সাথে সহমত পোষন করে গারম্যান বলেছেন যে, অ্যাপল চারটি আইফোন ১৪ সিরিজের মডেল লঞ্চ করবে। এই লাইনআপে D73 এবং D74 কোডনেম সহ দুটি প্রো মডেল এবং D27 এবং D28 কোডনেম সহ দুটি নন-প্রো মডেল অন্তর্ভুক্ত থাকবে।

প্রসঙ্গত, iPhone 14 Pro মডেলগুলিতে একটি উন্নত ফ্রন্ট-ফেসিং ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের সেন্সর সহ নতুন রিয়ার-ক্যামেরা সিস্টেম, সরু বেজেল, এ১৬ বায়োনিক চিপসেট থাকবে এবং ফেস আইডির জন্য ডিসপ্লের ওপরে একটি পিল-আকৃতির কাটআউট অবস্থান করবে। অন্যদিকে, নন-প্রো iPhone 14 মডেলগুলি এ ১৫ চিপের সাথে আসবে যা ইতিমধ্যেই iPhone 13-এ ব্যবহৃত হয়েছে৷ জানা গেছে যে, ৫.৪ ইঞ্চির ডিসপ্লে যুক্ত iPhone Mini মডেলটি একটি ৬.৭ ইঞ্চির মডেলের সাথে প্রতিস্থাপিত হবে৷ মার্ক গারম্যান আরও বলেন যে, আইফোনে ব্যাটারি চার্জ করার জন্য আগের মতোই লাইটনিং পোর্ট ব্যবহার করা হবে, তবে ২০২৩ সালের লাইনআপে ইউএসবি টাইপ-সি পোর্ট দেখা যাবে।

Apple Watch 8 সিরিজ

গারম্যান দাবি করেছেন যে, সংস্থাটি তাদের অ্যাপল ওয়াচ সিরিজ ৮ সিরিজের অধীনে তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে একটি নতুন লো-এন্ড এসই, একটি স্ট্যান্ডার্ড সিরিজ ৮ এবং এক্সট্রিম স্পোর্টসের লক্ষ্যে একটি রাগড ভ্যারিয়েন্ট বাজারে পা রাখবে। এই স্মার্ট ওয়াচে এস৮ চিপ পাওয়া যাবে, যাতে এস৭-এর মতো একই স্পেসিফিকেশন থাকতে পারে। তিনি আরও উল্লেখ করেছেন যে, আগামী বছরের অ্যাপল ওয়াচ মডেলগুলি অর্থাৎ Apple Watch 9 সিরিজটি একটি নতুন প্রসেসরের সাথে আসতে পারে৷ স্ক্রিনের আকারের ক্ষেত্রে, সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এসই মডেলটির স্ক্রিনের সাইজ বর্তমান মডেলের স্ক্রিনের আকারের মতোই হবে। গারম্যানের মতে, অ্যাপল ওয়াচ সিরিজ ৩ আসন্ন শরতে বন্ধ হয়ে যেতে পারে এবং বর্তমান অ্যাপল ওয়াচ ৮ এসই মডেলটি বাজারে এর জায়গাটি দখল করতে পারে।

জানিয়ে রাখি, পূর্ববর্তী রিপোর্টে তিনটি Apple Watch 8 সিরিজের তিনটি মডেল বাজারে আসবে বলে উল্লেখ করা হয়েছিল। এর আগে গারম্যান দাবি করেছিলেন যে, অ্যাপল তাদের স্মার্টওয়াচে স্যাটেলাইট কানেক্টিভিটি যোগ করার পাশাপাশি একগুচ্ছ ফিচার নিয়ে কাজ করছে।

iPad ট্যাবলেট

আইপ্যাডের প্রসঙ্গে গারম্যান বলেছেন যে, অ্যাপল চলতি বছরের শেষের দিকে এম২ চিপসেট সহ ১১ ইঞ্চির এবং ১২.৯ ইঞ্চির দুটি মডেল লঞ্চ করার পরিকল্পনা করছে। এই আইপ্যাডগুলির কোডনেম যথাক্রমে জে৬১৭ এবং জে৬২০। তিনি বলেছেন যে, মার্কিন সংস্থাটি আগামী এক বা দুই বছরের মধ্যে ১৪ বা ১৫ ইঞ্চির মধ্যে বড় ডিসপ্লে সহ একটি আইপ্যাড লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে৷

এছাড়াও, সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে, Apple একটি “নতুন এন্ট্রি-লেভেল আইপ্যাড লঞ্চ করবে, যেখানে iPad Air-এর ডিসপ্লের মতো একই রেজোলিউশনের একটি রেটিনা ডিসপ্লে দেখা যাবে। তবে ডিসপ্লের আকার ১০.৫ ইঞ্চি বা ১০.৯ ইঞ্চি হতে পারে। এই বিশেষ আইপ্যাডে অ্যাপলের এ১৫ বায়োনিক প্রসেসর এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট থাকতে পারে। একটি ১৪.১ ইঞ্চির আইপ্যাডও শীঘ্রই বাজারে পা রাখবে বলে জল্পনা চলছে, যা ঐতিহ্যবাহী এলইডি ডিসপ্লের পাশাপাশি এম২ প্রসেসর এবং ১৬ জিবি র‍্যাম সহ আসতে পারে৷

MacBook এবং Mac PC

গারম্যান বলেছেন যে, ম্যাকবুকগুলির লেটেস্ট সিরিজে থাকা এম২ চিপসেটটি, পাইপলাইনে থাকা অন্যান্য প্রোডাক্টগুলির একটি সিরিজেও অন্তর্ভুক্ত থাকবে৷ তিনি জানিয়েছেন যে, এম২ চিপ দ্বারা চালিত একটি ম্যাক মিনি এবং এম২ প্রো সিলিকন দ্বারা চালিত আরেকটি ম্যাক মিনি, এম২ প্রো এবং এম২ ম্যাক্স চিসপেট সহ ১৪ ইঞ্চির এবং ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো ল্যাপটপ এবং এম২ আল্ট্রা এবং এম২ এক্সট্রিম প্রসেসর সহ ম্যাক প্রো মডেলগুলি লঞ্চের অপেক্ষায় রয়েছে।

এর পাশাপাশি তিনি জানিয়েছেন যে, অ্যাপল ইতিমধ্যে এম২-এর উত্তরসূরি, এম৩ চিপসেটও ডেভলপ করছে, যা J513 কোডনেম সহ ১৩ ইঞ্চির MacBook Air, J515 কোডনেম সহ একটি ১৫ ইঞ্চির MacBook Air, J433 কোডনেমের একটি নতুন iMac, এবং একটি ১২ ইঞ্চির ল্যাপটপে ব্যবহার করা হতে পারে। যদিও, এই মডেলগুলি এখনও প্রাথমিক বিকাশের স্তরে রয়েছে। অ্যাপল M2 এবং M2 Pro সিপিইউ সহ ১৫ ইঞ্চির ম্যাকবুক মডেল তৈরি করছে বলেও জানা গেছে। মার্ক গারম্যান আগে উল্লেখ করেছিলেন যে, অ্যাপল পরবর্তী প্রজন্মের এম২ চিপ সহ মোট ৯টি কম্পিউটারের ওপর কাজ করছে।

Apple mixed-reality headset and AirPods Pro

এম২ প্রসেসরের কথা বলতে গিয়ে গারম্যান বলেছেন যে, অ্যাপলের মিক্সড-রিয়েলিটি হেডসেটটিও এম২ সিপিইউ দ্বারা চালিত হতে পারে। এই হেডসেটটি ১৬ জিবি র‍্যাম ও এম২ চিপের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। এটি আগামী বছর জানুয়ারি মাসে বাজারে আত্মপ্রকাশ করতে পারে।

এছাড়াও, অডিও প্রোডাক্টের বিষয়ে গারম্যান বলেছেন যে, একটি আপডেটেড চিপ এবং উচ্চ মানের অডিও সাপোর্ট সহ এক জোড়া AirPods Pro ইয়ারবাড বাজারে আসতে পারে।

Homepod এবং Apple TV

সবশেষে, অ্যাপল একটি নতুন Apple TV- এর ওপর কাজ করছে বলেও জানা গেছে যার কোডনেম J255। এটি A14 চিপ দ্বারা চালিত হবে এবং এর র‍্যাম ক্যাপাসিটি সাম্প্রতিক মডেলের তুলনায় আরও বেশি হবে৷ গারম্যান জানিয়েছেন যে, B620 কোডনেম যুক্ত আসন্ন স্মার্ট স্পিকারটি Apple Watch-এ থাকা একই S8 চিপসেটে রান করবে এবং অরিজিনাল HomePod-এর মতো এটিও একই ডিজাইনের পাশাপাশি একই রকমের পারফরম্যান্স প্রদর্শন করবে৷ তবে, এটির ওপরে একটি আপডেটেড ডিসপ্লে এবং মাল্টি-টাচ কার্যকারিতা থাকবে বলে জানা গেছে।