Vegh S60: পেট্রল না ভরেই ঘুরুন গোটা পুজো, ব্যাপক মাইলেজের সঙ্গে বাজারে এল নয়া স্কুটি

ইলেকট্রিক স্কুটারের বাজার ধরতে ভেগ অটোমোবাইল (Vegh Automobile) ইভি ইন্ডিয়া এক্সপো ২০২৩-এর মঞ্চে লঞ্চ করল একটি উচ্চগতির ইলেকট্রিক স্কুটার, যার নাম Vegh S60। নয়া মডেলটির দাম ১.২৫ লাখ টাকা (এক্স-শোরুম) স্থির করেছে কোম্পানি। আগ্রহী ক্রেতারা সংস্থার অথরাইজড ডিলারশিপ থেকে ই-স্কুটারটি ১,১০০ টাকার বিনিময়ে বুকিং করতে পারবেন। কোম্পানি আরও জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে তারা S60-এর আপগ্রেডে ভ্যারিয়েন্ট লঞ্চ করবে।

Vegh S60 ইলেকট্রিক স্কুটার লঞ্চ হল

Vegh S60 চারটি কালার অপশনে হাজির হয়েছে – ম্যাট ব্ল্যাক, লাইট গ্রে, হোয়াইট এবং লাইট গ্রীন। মডেলটি ১৫০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে। শক্তির সঞ্চারণ জারি রাখতে এতে ৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যা AIS156, Phase 2 অনুমোদিত। অর্থাৎ ব্যাটারিটি জল ও ধুলোময়লা প্রতিরোধ করবে।

সম্পূর্ণ চার্জে স্কুটারটি ১২০ কিলোমিটারের বেশি পথ ছুটতে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে। ফাস্ট চার্জারে ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৪ থেকে ৫ ঘন্টা সময় নেবে। এতে দেওয়া হয়েছে একটি ২.৫ কিলোওয়াট মোটর। যা প্রতি ঘন্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার গতিবেগ ওঠাতে সক্ষম।

Vegh S60-এর ফিচারের তালিকায় উপস্থিত একটি ডিজিটাল ডিসপ্লে, কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম এবং তিনটি রাইডিং মোড। অ্যাডাপটেবল ব্যাটারি পারফরম্যান্স ও শহর এবং মফস্বলের রাস্তায় চলাচলের জন্য তিনটি রাইডিং মোড দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে চওড়া সিট এবং হাইড্রলিক সাসপেনশন।