টানা তিনবার ফাইনালে পরাজয় রিজওয়ানদের, রুদ্ধশ্বাস ম্যাচের শেষ বলে ম্যাচ জিতে PSL জিতল ইসলামাবাদ

সোমবার পাকিস্তান সুপার লিগ ২০২৪ এর ফাইনালে ইমাদ ওয়াশিমের স্পিনের ভেল্কির সামনে মুখ থুবড়ে পড়েন মোহাম্মদ রিজওয়ানরা। একাই ৫ উইকেট নিয়ে মুলতান সুলতানসের মেরুদন্ড ভেঙ্গে দেন তিনি।

এবারেও ভাগ্যের চাকা ঘুরলো না মোহাম্মদ রিজওয়ানদের (Mohammad Rizwan)। পাকিস্তান সুপার লিগের (PSL 2024) পরস্পর চারবার ফাইনালে উঠে একবার জিতলেও, পরপর তিনবারই হারের সম্মুখীন হয় তারা। গতবারের মতো এবারেও শেষ বলে হারতে হয়েছে রিজওয়ানের মুলতান সুলতানসকে (Multan Sultans)। তবে এবার আর লাহোর কালান্দার্স নয়, সাদাব খানের (Shadab Khan) ইসলামাবাদ ইউনাইটেডের (Islamabad United) কাছে হারতে হয়েছে মুলতান সুলতানসকে। এই নিয়ে তৃতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা।

সোমবার পিএসএল ফাইনালে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল মুলতান সুলতানস। প্রথমে ব্যাট করতে নেমে ইসলামাবাদের সামনে বড় রানের লক্ষ্য রাখতে চেয়েছিল তারা। কিন্তু ইমাদ ওয়াশিমের (Imad Wasim) স্পিনের ভেল্কির সামনে মুখ থুবড়ে পড়েন রিজওয়ানরা। একাই ৫ উইকেট নিয়ে বিপক্ষের মেরুদন্ড ভেঙ্গে দেন তিনি। ওপেনিংয়ে ২৬ রান আসে রিজওয়ানের ব্যাট থেকে। এছাড়া উসমান খানের ৫৭ রানের ইনিংস এবং ইফতিকার আহমেদের ৩২ রানের ইনিংসের ভরসায় ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৫৯ রান করে মুলতান সুলতানস।

ইসলামাবাদ ইউনাইটেডের সামনে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল মুলতান সুলতান। যা করাচির পিচে খুব একটা সহজ কাজ ছিল না। কিন্তু ওপেনিংয়ে মার্টিন গাপটিলের ইনিংস টা সহজ করে দেয়। এদিকে কলিন মুনরো ব্যাক্তিগত ১৭ রান এবং আঘা সালমান ১০ রান করে আউট হয়ে গেলেও, গাপটিল ৩২ বলে ৫০ রান করেন। সাদাব খানের ব্যাট থেকেও রান আসেনি, ৪ রানে আউট হন তিনি। শেষমেষ গাপটিলের সাথ দেন আজম খান।

মার্টিন গাপটিল আউট হয়ে গেলেও, ক্রিজে আরও কিছুক্ষণ লড়াই চালিয়ে যান আজম খান। ২২ বলে ৩০ রান আসে তার ব্যাট থেকে। এরপর সব দায়িত্ব এসে পড়ে ইসলামাবাদের লোয়ার অর্ডারের উপর। কিন্তু শেষ জুটিটি বাধে ইমাদ ওয়াশিম এবং নাশিম শাহ মিলে৷ দুইজনে মিলে দলকে জয়ের দৌড়গোড়া পর্যন্ত পৌঁছে দেন। তারপরেই নাশিম শাহ এক বল বাকি থাকতেই ৯ বলে ১৭ রান করে আউট হয়ে যান। অন্যদিকে ইমাদও ১৯ রান করে নট-আউট ছিলেন। শেষ বলে এসে বাউন্ডারি মেরে খেলাটি শেষ করেন হুনেন শাহ। এর সাথেই ২ উইকেট হাতে রেখে ম্যাচটি জয়লাভ করে ইসলামাবাদ।

পাকিস্তান সুপার লিগ ২০২৪ ফাইনালের স্কোরকার্ড (PSL 2024 Final Scorecard):

মুলতান সুলতানস: ১৫৯/৯ (২০ ওভার)

ইসলামাবাদ ইউনাইটেড: ১৬৩/৮ (২০ ওভার)

ম্যাচটি ইসলামাবাদ উইনাইটেড ২ উইকেটে জয়লাভ করেছে।