৩০০ টাকার কমে Vi, Jio, Airtel এর সেরা প্ল্যান, রোজ ২ জিবি ডেটা সহ ৩০ দিন পর্যন্ত ভ্যালিডিটি

আপনি কি সস্তার কোনো প্রিপেড প্ল্যান খোঁজ করছেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজ আমরা Airtel, Reliance Jio এবং Vodafone Idea এর এমন কয়েকটি প্রিপেড প্ল্যানের খোঁজ দেব, যেগুলির দাম ৩০০ টাকারও কম থাকছে। আর এই প্ল্যানগুলি দৈনিক ফ্রি এসএমএস, আনলিমিটেড ভয়েস কল এবং ২ জিবি পর্যন্ত ইন্টারনেট ডেটা ব্যবহার করতে দেবে। আবার কিছু এমন প্ল্যানও আছে, যেগুলিতে দৈনিক ডেটা লিমিটের পরিবর্তে ২৫ জিবি পর্যন্ত ডেটা পাওয়া যাবে। চলুন Airtel, Reliance Jio এবং Vodafone Idea -এর ৩০০ টাকার কম দামি প্রিপেড প্ল্যানগুলির তালিকা দেখে নেওয়া যাক।

Reliance Jio -এর ৩০০ টাকার নিচে উপলব্ধ রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিও সংস্থার পোর্টফোলিওতে ৩০০ টাকার নিচে একাধিক রিচার্জ প্ল্যান আছে। প্রত্যেকটি প্ল্যানেই দৈনিক ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড ভয়েস কলিং এবং যাবতীয় জিও অ্যাপের অ্যাক্সেস অফার করা হয়। যদিও দামের ভিত্তিতে মোবাইল ডেটা লিমিট এবং বৈধতা ভিন্ন থাকবে। যেমন ৩০০ টাকার পরিবর্তে ১ জিবি ডেটা পাওয়া যাবে এমন তিনটি প্ল্যান আছে। প্রথমটি ২০৯ টাকার প্ল্যান, যার বৈধতা ২৮ দিনের। দ্বিতীয়টি ২৪ দিনের বৈধতাসম্পন্ন ১৭৯ টাকার প্ল্যান এবং তৃতীয়টি ২০ দিনের মেয়াদ যুক্ত ১৪৯ টাকার প্ল্যান।

আবার, ১.৫ জিবি দৈনিক ডেটা অফার করবে এমন চারটি প্ল্যান রয়েছে। ১১৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা ১৪ দিনের, ১৯৯ টাকার প্ল্যানের বৈধতা ২৩ দিনের, ২৩৯ টাকার প্ল্যানটি ২৮ দিনের বৈধতা সহ আসে এবং ২৫৯ টাকার প্ল্যানের বৈধতা পুরো ১ মাসের অর্থাৎ ৩০ দিনের। এই প্ল্যানগুলির সাথেও ১০০টি ফ্রি এসএমএস, আনলিমিটেড ভয়েস কল ও জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

আপনার চাহিদা যদি আরও অধিক ডেটার হয়, তবে উল্লেখিত প্রত্যেকটি বেসিক ও অতিরিক্ত বেনিফিটের পাশাপাশি প্রতিদিন ২ জিবি ডেটা অফার করবে এমন প্ল্যানও আছে জিও -এর কাছে। ২ জিবি ডেটা অফারকারী প্রথম প্ল্যানটির দাম ২৯৯ টাকা, যা ২৮ দিন পর্যন্ত বৈধ থাকবে। আর দ্বিতীয় প্ল্যানটি ২৩ দিনের বৈধতার সাথে আসে, যার দাম রাখা হয়েছে ২৪৯ টাকা।

প্রসঙ্গত জিও ২৯৬ টাকার একটি ডেটা-কেন্দ্রিক প্ল্যান লঞ্চ করেছিল, যা কোনো দৈনিক ডেটা অফার করে না। এই প্ল্যানটি কিনলে আপনি ৩০ দিন পর্যন্ত মোট ২৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। যার অর্থ, একদিনে পুরো ২৫ জিবি ডেটা ব্যবহার করে ফেলা যাবে অথবা প্রতিদিন নিজের প্রয়োজন মতো ডেটা খরচ করতে পারবেন।

Airtel -এর ৩০০ টাকার নিচে উপলব্ধ রিচার্জ প্ল্যান

ভারতের অন্যতম প্রসিদ্ধ টেলিকম সংস্থা এয়ারটেল -ও ৩০০ টাকার কম দামে অনেকগুলি প্ল্যান নিয়ে এসেছে৷ যার মধ্যে দৈনিক ১ জিবি ডেটা প্রদান করবে এমন তিনটি প্ল্যান আছে। প্রথমটি হল ২০৯ টাকার প্রিপেড প্ল্যান, যার বৈধতা ২১ দিনের। দ্বিতীয়টি ২৪ দিনের বৈধতাসম্পন্ন ২৩৯ টাকার প্ল্যান এবং তৃতীয়টি ২৮ দিনের জন্য সচল থাকবে, যার দাম রাখা হয়েছে ২৬৫ টাকা।

তুলনায় বেশি ডেটা অফার করে এমনও কিছু প্ল্যান বিদ্যমান রয়েছে পোর্টফোলিওতে। যেমন এয়ারটেলের ২৯৯ টাকার প্ল্যানে দৈনিক ১.৫ জিবি ডেটা অফার করা হয় যার মেয়াদ ২৮ দিনের। আবার ২৯৬ টাকার আরেকটি বিশেষ রিচার্জ প্যাক আছে, যা বৈধতাসীমা পর্যন্ত অর্থাৎ ৩০ দিনে মোট ২৫ জিবি ডেটা ব্যবহারের অনুমতি দেবে। এই প্ল্যানে কোনও দৈনিক ডেটা লিমিট নির্ধারণ করা হয়নি। এছাড়া, দৈনিক ২ জিবি ডেটা প্রদানকারী আরেকটি প্ল্যানও আছে। তবে এই প্ল্যানের দাম ৩০০ টাকা থেকে সামান্য বেশি অর্থাৎ ৩১৯ টাকা। এই প্ল্যান পুরো ১ মাস অর্থাৎ ৩০ দিনের জন্য বৈধ থাকবে।

উল্লেখিত প্রত্যেকটি রিচার্জ প্ল্যানে নির্ধারিত ডেটা লিমিটের পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল এবং এসএমএস পরিষেবার সুবিধা উপলব্ধ।

Vodafone Idea -এর ৩০০ টাকার নিচে উপলব্ধ রিচার্জ প্ল্যান

আপনি যদি ভোডাফোন আইডিয়া সংস্থার গ্রাহক হন, তবে ৩০০ টাকার নিচে মোট পাঁচটি রিচার্জ প্ল্যান পেয়ে যাবেন। যার মধ্যে চারটি দৈনিক ১ জিবি ডেটা অফার করে। এগুলি হল – ২৮ দিনের বৈধতা সহ আসা ২৬৯ টাকার প্যাক, ২৪ দিনের মেয়াদ যুক্ত ২৩৯ টাকার প্ল্যান, ১৮ দিনের বৈধতাসম্পন্ন ১৯৯ টাকার প্রিপেইড প্ল্যান এবং ২১৯ টাকার প্ল্যান, যা ২১ দিন পর্যন্ত সক্রিয় থাকবে। আরো বেশি ডেটা চাইলে, ২৯৯ টাকার প্ল্যান রয়েছে, যা বৈধতাসীমা পর্যন্ত অর্থাৎ মোট ২৮ দিনের জন্য দৈনিক ১.৫ জিবি ডেটার অ্যাক্সেস দেবে। তবে আপনার চাহিদা যদি ২ জিবি ডেটার হয়ে থাকে, তবে ৩০০ টাকার একটু বেশি খসাতে হবে। কেননা ৩১৯ টাকার একটি প্ল্যান আছে, যা ২৮ দিনের জন্য প্রত্যহ ২ জিবি ডেটা প্রদান করে।

জানিয়ে রাখি, ইন্টারনেট ডেটার পাশাপাশি ভোডাফোন আইডিয়ার এই প্রত্যেকটি প্রিপেড প্ল্যানই আনলিমিটেড ভয়েস কলিং এবং ফ্রি এসএমএস -এর সুবিধা দেয়।

প্রসঙ্গত, ৩২৭ টাকা দামের রিচার্জ প্যাকটি কিনলে আপনি পুরো ১ মাসের জন্য মোট ২৫ জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানে ডেটা ব্যবহারের ক্ষেত্রে কোনও দৈনিক সীমা নির্ধারণ করা হয়নি।