ফোন চলবে মাখনের মতো, Samsung Galaxy S24 Ultra-তে থাকছে বাহুবলী প্রসেসর!

স্যামসাং (Samsung) আনুষ্ঠানিকভাবে তাদের নিজস্ব ফ্ল্যাগশিপ Exynos 2400 প্রসেসর লঞ্চ করেছে এবং এটি Samsung Galaxy S24 সিরিজে প্রথম ব্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। তবে, যেহেতু Exynos চিপসেট নিয়ে গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়, তাই Galaxy S24 সিরিজে এটি ফিরে আসতে দেখে কিছু ব্যবহারকারী দ্বিধাগ্রস্তও হতে পারেন, বিশেষ করে স্যামসাংয়ের পক্ষ থেকে এ বছর বিশ্ববাজারে Galaxy S23 সিরিজে শুধুমাত্র ফ্ল্যাগশিপ Qualcomm Snapdragon ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণের পরে। এখন একটি রিপোর্টে Galaxy S24 সিরিজে Exynos এবং Snapdragon প্রসেসর ব্যবহারের প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। কী তথ্য উঠে এল চলুন নেওয়া যাক।

Samsung Galaxy S24 সিরিজে ব্যবহৃত হতে পারে Exynos 2400 প্রসেসর

কোরিয়ার দ্য ইলেক-এর প্রতিবেদন অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রায় দেশ নির্বিশেষে শুধুমাত্র কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস মডেল দুটিতে দেশভেদে এক্সিনস ২৪০০ বা স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ থাকবে। যেটুকু খবর, স্ট্যান্ডার্ড এবং প্লাস মডেলের এক্সিনস ২৪০০ ভ্যারিয়েন্ট আফ্রিকা, এশিয়া (দক্ষিণ কোরিয়া সহ), ইউরোপ এবং লাতিন আমেরিকায় লঞ্চ করা হবে, যেখানে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ভার্সন উত্তর আমেরিকায় (কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র) আসবে।

এটি গত বছর গ্যালাক্সি এস২২ সিরিজের সাথে স্যামসাং যে পদ্ধতিটি অনুসরণ করেছিল তার অনুরূপ। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনগুলির বিভিন্ন ভ্যারিয়েন্ট কীভাবে বিক্রি করবে, সেই সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। তাই স্যামসাংয়ের এখন কৌশল বদলানোর সম্ভাবনা কম।

Exynos 2400-এর বৈশিষ্ট্য

নতুন Exynos 2400 চিপটি আগের প্রজন্মের Exynos 2300-এর তুলনায় ৭০% দ্রুত সিপিইউ স্পিড প্রদান করতে এবং ১৪.৭x দ্রুত এআই (AI) প্রসেসিং করতে পারে। এতে Xclipse 940 জিপিইউ রয়েছে, যা এএমডি (AMD)-এর লেটেস্ট আরডিএনএ৩ আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি। জিপিইউ পারফরম্যান্সে উন্নতি সম্পর্কে এখনও কিছু জানায়নি স্যামসাং, তবে তারা দাবি করেছে যে Exynos 2400 চিপটি গেমিংয়ের ক্ষেত্রে দারুণ উন্নত রে ট্রেসিং পারফরম্যান্স সরবরাহ করবে।

তবে অতীতে যেমনটা দেখা গেছে, তার ওপর ভিত্তি করে বলা যায়, Exynos 2400-এর জিপিইউ Qualcomm Snapdragon 8 Gen 3-এর মতো ভাল হওয়ার সম্ভাবনা কম। স্যামসাংয়ের ডেভেলপ করা চিপটি কোম্পানির ফাউন্ড্রির ৪ ন্যানোমিটার এলপিপি+ নোডে তৈরি করা হয়েছে এবং এতে ১০-কোর সিপিইউ রয়েছে।

অন্যদিকে, কোয়ালকমের ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3 চিপটি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC)-এর লেটেস্ট নোড ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে ৩ ন্যানোমিটার এবং ৪ ন্যানোমিটার – উভয় প্রক্রিয়ার ওপর ভিত্তি করেই চিপটির আলাদা ভার্সন তৈরি হতে পারে। এই মাসে কোয়ালকম যখন স্ন্যাপড্রাগন সামিট (Snapdragon Summit)-এ এটি উন্মোচন করবে, তখন প্রক্রিয়াটি সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা যাবে।