Realme MagDart: আজ লঞ্চ হচ্ছে অ্যান্ড্রয়েডের প্রথম ম্যাগনেটিক চার্জিং টেকনোলজি

গত বছর iPhone 12-এর সাথে MagSafe চার্জিং প্রযুক্তি লঞ্চ করেছিল Apple। এই প্রযুক্তি ওয়্যারবিহীন পদ্ধতিতে দ্রুত ডিভাইস চার্জ করতে সক্ষম। এবার MagSafe-এর জনপ্রিয়তায় থাবা বসাতে তথা Apple-এর সঙ্গে জোর টক্কর দিতে চলেছে Realme। সংস্থাটি আজ ভারতে বিকেল ৫:৩০ টায় একটি ভার্চুয়াল ইভেন্টে Apple MagSafe থেকে অনুপ্রাণিত ওয়্যারলেস চার্জার Realme MagDart লঞ্চ করতে চলেছে। এটি একটি ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার যা অ্যাপলের ম্যাগসেফ ফাংশনের মতো অনেকটা একইভাবে কাজ করবে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে অনেক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।

Realme MagDart এর ভার্চুয়াল ইভেন্ট কীভাবে দেখবেন

আগেই বলেছি রিয়েলমি ম্যাগডার্ট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার আজ একটি ভার্চুয়াল ইভেন্টে বিকেল ৫:৩০ টায় লঞ্চ হবে। এই ইভেন্টে রিয়েলমির YouTube চ্যানেল থেকে সম্প্রচারিত হবে। এছাড়া ‌নীচে‌ দেওয়া লিংক থেকে ইভেন্টটি দেখতে পারবেন।

Realme MagDart-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Realme-র প্রথম ওয়্যারলেস চার্জিং টেকনোলজি হতে চলেছে MagDart। গত কয়েক দিন ধরে, এই প্রযুক্তি সম্পর্কে প্রচুর তথ্য ফাঁস হয়েছে। তাছাড়া অ্যাপলের ম্যাগসেফের মতো কার্যকরী এই চার্জারের বেশ কয়েকটি রেন্ডারও প্রকাশিত হয়েছে, যার থেকে এর সম্পূর্ণ ডিজাইন জানা গিয়েছে। ডিভাইসটি বিভিন্ন চার্জিং সাপোর্ট সহ দুটি ভ্যারিয়েন্টে আসবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে একটিতে ম্যাগসেফের ডিস্কের মতো চার্জার দেখা যেতে পারে, যেখানে অপরটি বক্সি এবং বাল্কি (ভারী বা বড়ো) বডিতে আসবে এবং দ্রুত ব্যাটারি-চার্জিং স্পিড সরবরাহ করবে।

শোনা যাচ্ছে যে, MagDart সর্বনিম্ন ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট সহ লঞ্চ হবে। টিপস্টার মুকুল শর্মার মতে, রিয়েলমির ম্যাগডার্ট স্মার্টফোন ছাড়াও, ল্যাপটপ, স্মার্টওয়াচ সহ বিভিন্ন গ্যাজেটে সাপোর্ট করবে। এই বিশেষ চার্জিং প্রযুক্তি প্রবর্তনের মাধ্যমে Realme, বিশ্বে Android ম্যাগনেটিক চার্জিং টেকনোলজি আনয়নকারী প্রথম ব্র্যান্ড হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন