Moto E30 কম দামে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে পাওয়ারফুল ব্যাটারি

Motorola বাজেট রেঞ্জে তাদের নতুন ফোন Moto E30 লঞ্চ করল। আপাতত ইউরোপ ও আমেরিকার বাজারে ফোনটি পা রেখেছে। এই ফোনের দাম রাখা হয়েছে ৯,০০০ টাকার কম। Moto E30 ফোনে ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে ও ইউনিসক টি৭০০ প্রসেসর দেওয়া হয়েছে। আবার ফোনটি অ্যান্ড্রয়েড গো এডিশনে চলবে। দীর্ঘ ব্যাটারি লাইফ অফার করতে এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন Moto E30 ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

মোটো ই৩০ দাম ও লভ্যতা (Moto E30 Price, Availability)

মোটো ই৩০ ফোনের মূল্য ধার্য করা হয়েছে ১০০ ইউরো, যা প্রায় ৮,৬০০ টাকার সমান। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। ফোনটি দুটি কালারে এসেছে – মিনারেল গ্রে ও ডিজিটাল ব্লু। আপাতত বেলজিয়ামে, স্লোভাকিয়া ও ব্রিটেনে ফোনটি বিক্রির জন্য উপলব্ধ। অন্যান্য মার্কেটে মোটো ই৩০ কবে আসবে তা এখনও জানা যায়নি।

মোটো ই৩০ স্পেসিফিকেশন, ফিচার (Moto E30 Specifications, Features)

মোটো ই৩০ ফোনে আছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০পিক্সেল) রেজোলিউশনের আইপিএস এলসিডি। এই ডিসপ্লে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৬৮ পিক্সেল ডেন্সিটি অফার করবে। আবার এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৭০০ প্রসেসর। ফোনটি ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ আরও বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য Moto E30 ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনের রিয়ার ক্যামেরায় পোট্রেট মোড, প্যানোরমা, এইচডিআর, নাইট ভিশন, ম্যাক্রো ভিশন ও প্রো মোড সাপোর্ট করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Moto E30 ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যার সাথে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। আবার এতে আছে আইপি৫২ রেটিং, যা জল ও ধুলো থেকে ফোন কে রক্ষা করবে। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) রয়েছে। আবার ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল থাকছে ডুয়েল সিম, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। Moto E30 ফোনের ওজন ১৯৮ গ্রাম।