50MP সেলফি ক্যামেরার সঙ্গে 66W চার্জিং এর দুর্দান্ত কম্বিনেশন, জুনে দেশে আসছে Vivo V29 Pro

ভিভো বর্তমানে তাদের V29 সিরিজের স্মার্টফোনগুলির ওপর কাজ করছে বলে জানা গেছে। ব্র্যান্ডের এই লাইফস্টাইল ফোনের পরবর্তী লাইনআপটি আগামী জুন মাসের প্রথম দিকেই বাজারে উন্মোচিত হবে বলে শোনা যাচ্ছে। তবে আশ্চর্যের বিষয়টি হল, মাত্র দুমাস আগে অর্থাৎ গত মার্চ মাসে ভিভো তাদের V27 সিরিজটি লঞ্চ করেছে। ফলে এর উত্তরসূরি মডেলগুলির বাজারে আসার সম্ভাব্য টাইমলাইনটি অনেককেই অবাক করেছে। যদিও, এখনও কোম্পানির তরফে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি, তবে অনলাইনে জল্পনার কমতি নেই। এখন তেমনই একটি রিপোর্ট থেকে Vivo V29 সিরিজের Pro মডেলের মূল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে জানা গেছে। আসুন তাহলে এগুলি দেখে নেওয়া যাক।

Vivo V29 Pro বড় ডিসপ্লে এবং উন্নত ক্যামেরা সেটআপ সহ শীঘ্রই আসছে বাজারে

৯১মোবাইল হিন্দিদাবি করেছে যে, ভিভো ভি২৯ প্রো আগামী জুন মাসে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে। এই স্মার্টফোনটির সাথে সম্ভবত একটি স্ট্যান্ডার্ড মডেল এবং ভিভো ভি২৯ লাইট মডেলও বাজারে পা রাখবে। তিনটি ফোনই ভারতীয় বাজারে লঞ্চ হবে বলে জানা গেছে। সম্ভাব্য লঞ্চ টাইমলাইনের পাশাপাশি রিপোর্টে প্রকাশ করা হয়েছে যে, ভিভো ভি২৯ প্রো-তে ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে থাকবে।

ফটোগ্রাফির জন্য, ডিভাইসটির রিয়ার শেলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থান করবে। ক্যামেরা ইউনিটে এই প্রধান সেন্সরটি একটি আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ডেপ্থ/ম্যাক্রো সেন্সরের সাথে যুক্ত থাকবে বলে অনুমান করা হচ্ছে। আর সেলফি এবং ভিডিও কলের জন্য, ভিভো ভি২৯ প্রো-এর সামনে সম্ভবত একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Vivo V29 Pro মডেলটি ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও উল্লেখ করা হয়েছে যে, স্মার্টফোনটিতে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ থাকবে। উল্লেখযোগ্যভাবে, এই Vivo V-সিরিজের হ্যান্ডসেটটি চীনের বাজারে লঞ্চ হতে চলা Vivo S17 Pro-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসেবে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। আশা করা হচ্ছে, এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর দ্বারা চালিত হবে।