পাঁচজন প্লেয়ার যারা আইপিএলে সবচেয়ে বেশিবার ১০০+ পার্টনারশিপের অংশ‌ হয়েছেন, তালিকায় দুই ভারতীয়

গতকাল আরসিবির ইনিংসের শুরু করেন ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস। প্রথম উইকেটে ১২৫ রানের জুটি গড়েন দুজন।

আইপিএল ২০২৪-এর (IPL 2024) ১৯তম ম্যাচে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bangaluru) মধ্যে জয়পুরের সিওয়াই মানসিং ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। এমন পরিস্থিতিতে ৩ উইকেটে ১৮৩ রান তোলে আরসিবি। একই সঙ্গে ইনিংসের শুরু করেন ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসিস। প্রথম উইকেটে ১২৫ রানের জুটি গড়েন দুজন। আরসিবির লক্ষ্য তাড়া করতে নেমে শতরান করেন জস বাটলারও। তিনিও সঞ্জুর সাথে ১৪৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। চলুন জেনে নেওয়া যাক আইপিএলে কোন কোন খেলোয়াড় সবচেয়ে বেশিবার ১০০ রানের পার্টনারশিপের অংশ ছিলেন ।

বিরাট কোহলি (Virat Kohli)- আইপিএলে ৮টি সেঞ্চুরি করা বিরাট কোহলি এই টুর্নামেন্টে ২৮ বার ১০০ বা তার বেশি রানের পার্টনারশিপের অংশ হয়েছেন, যা কোনও ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ।

ডেভিড ওয়ার্নার – দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার আইপিএলে দারুণ সাফল্য পেয়েছেন। তার সাথে অনেক রানও করেছেন। আইপিএলে ২৬ বার ১০০ বা তার বেশি রানের পার্টনারশিপে যুক্ত ছিলেন ওয়ার্নার।

শিখর ধাওয়ান – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ২১ বার ১০০ বা তার বেশি রানের জুটিতে অংশ নিয়েছেন ভারতের অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান।

ক্রিস গেইল – এই টুর্নামেন্টে ২০ বার ১০০ বা তার বেশি রানের জুটিতে অংশ হয়েছেন আইপিএল কিংবদন্তি ক্রিস গেইল।

ফাফ ডু প্লেসিস- আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস ১৯ বার ১০০ বা তার বেশি রানের পার্টনারশিপের অংশ হয়েছেন। যার মধ্যে সবচেয়ে নবতম সংযোজনটি গতকালের ম্যাচেই এসেছে।