মাত্র 12999 টাকায় Vivo-র 5G ফোন, রয়েছে আরও হাজার টাকা ছাড়, এখান থেকে কিনুন

আপনি কি গত ২১ এপ্রিল প্রথম সেলে Vivo T2x 5G কিনতে পারেননি। তাহলে ফের আপনার সামনে সুযোগ চলে এসেছে। আজ আছে এই সস্তা 5G ফোনের দ্বিতীয় সেল। ই-কমার্স সাইট Flipkart ও ভিভো ই-স্টোর থেকে ফোনটি ক্রয় করতে পারবেন। আগের মতোই দুপুর বারোটা থেকে এই সেল শুরু হবে। Vivo T2x 5G ফোনের বৈশিষ্ট্যের কথা বললে, এতে আছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর।

Vivo T2x 5G আজ ১,০০০ টাকা কম দামে কেনা যাবে

ভিভো টি২এক্স ৫জি ফোন কেনার সময় যারা ফ্লিপকার্টে এসবিআই এর ক্রেডিট কার্ড ব্যবহারকার করবেন তারা ১,০০০ টাকা ছাড় পাবেন। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট ক্যাশব্যাক দেওয়া হবে। এছাড়া রয়েছে ইএমআই ও এক্সচেঞ্জ অফার।

দামের কথা বললে ভিভো টি২এক্স ৫জি ফোনের ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। আর এর ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা এবং ১৫,৯৯৯ টাকা। এতে অতিরিক্ত ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

Vivo T2x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের Vivo T2x 5G ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর। আর সফটওয়্যার হিসেবে এতে আছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (FunTouch OS 13)। কম দামি এই ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৫৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে।

ফটোগ্রাফির কথা বললে, Vivo T2x 5G ফোনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮-মেগাপিক্সেলের ফ্রন্ট পাওয়া যাবে। আর ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। যারমধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল পোট্রেট সেন্সর।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ১৮ ওয়াট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি দেওয়া হয়েছে। Vivo T2x 5G স্মার্টফোনে সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট রিডার উপলব্ধ।