Jawa Yezdi: এই বছর 8টি নতুন বাইক লঞ্চ করবে জাওয়া-ইয়েজদি, চাপে পড়বে এনফিল্ড

বছরের শুরু থেকেই ক্লাসিক লেজেন্ডস প্রাইভেট লিমিটেডের আওতাধীন ব্র্যান্ড জাওয়া-ইয়েজদি মোটরসাইকেলস (Jawa-Yezdi Motorcycles) নড়েচড়ে বসেছে। একের পর এক মডেল লঞ্চের প্ল্যান করে বাজারে দাপট বাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এই নিয়ে এতদিন নানান কানাঘুষো শোনা গেলেও 2024-25 অর্থবর্ষের প্রারম্ভে এসে অনুরাগীদের জন্য বড় খবর সংস্থা। কোম্পানির সিইও আশিষ সিং যোশী নিশ্চিত করেছেন, চলতি অর্থবর্ষে 7 থেকে 8টি বাইক লঞ্চ করবে জাওয়া ও ইয়েজদি। তবে নির্দিষ্ট করে লঞ্চ টাইমলাইনে সম্পর্কে কিছু বলেননি যোশী।

Jawa-Yezdi এই অর্থবর্ষে আনছে 7-8টি নতুন বাইক

প্রথম মডেলটি শীঘ্রই বাজারে লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে। এই সাত-আটটি বাইকের মধ্যে সম্পূর্ণ নতুন ও আপডেট ভার্যন, উভয় ধরনের মডেলই থাকছে। সবচেয়ে আকর্ষণের বিষয় হবে, যদি সংস্থা একেবারে নতুন সেগমেন্টের মডেল নিয়ে হাজির হয়।

যোশীর কথায়, “চলতি অর্থবর্ষে বেশ কয়েকটি প্রোডাক্ট লঞ্চ করা হবে। নির্দিষ্ট সংখ্যায় বলা না গেলেও 7-8টি মডেল তো হবেই। এরমধ্যে যেমন বর্তমান বাইকের আপডেট থাকবে আবার নতুন মডেলও থাকবে। আমরা নতুন সেগমেন্টেও পা রাখতে চলেছি। তাই এটি বেশ উত্তেজনাময় হতে চলেছে।”

প্রসঙ্গত, Jawa-Yezdi Motorcycles এই বছরের শুরুতে Jawa Classic আপডেট করে আরও বড় 334 সিসি ইঞ্জিন, নতুন চ্যাসিস, সাসপেনশন এবং চওড়া টায়ারের সঙ্গে নতুন Jawa 32 বাজারে এনেছিল। জানিয়ে রাখি, সংস্থার তরফে 20টি শহরে 35টি ডিলারশিপে মেগা সার্ভিস ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে জং ধরা পার্টস ফ্রিতে পাল্টানো ও ওয়ারেন্টি বাড়ানোর সুযোগ মিলছে।