Redmi Note 13 Turbo লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল, ডিজাইন সহ একাধিক ফিচার ফাঁস

আসন্ন Redmi Note 13 Turbo স্মার্টফোন কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেটের সাথে আসবে।

Redmi খুব শীঘ্রই তাদের হোম-মার্কেটে Note 13 Turbo নামের একটি নয়া স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জানা গেছে বিশ্ববাজারে ডিভাইসটি Poco F6 নামের সাথে আত্মপ্রকাশ করবে, যা একটি রিব্র্যান্ডেড বা টুইকড সংস্করণ হতে পারে। এতদিন সংস্থার পক্ষ থেকে Redmi হ্যান্ডসেটটির জন্য কোনো লঞ্চের তারিখ বা ফিচার সম্পর্কিত তথ্য শেয়ার করা হয়নি। তবে এখন ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার তথা মুখপাত্র ওয়াং টেং থমাস (Wang Teng Thomas) শর্ট ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ডুয়িন (Douyin) -এ একটি ভিডিও রিলিজ করেছেন। যেখানে একটি আপকামিং Redmi ফোনের ফ্রন্ট প্যানেল দেখানো হয়েছে। মনে করা হচ্ছে প্রদর্শিত মডেলটি Redmi Note 13 Turbo। যদি সত্যি এমনটা হয় তবে এই ফোন হয়তো এপ্রিল মাসের প্রথম দিকেই চীনে মুক্তি পেতে চলেছে।

Redmi Note 13 Turbo স্মার্টফোনের ফ্রন্ট ডিজাইন প্রকাশ্যে এলো

সদ্য প্রকাশিত ভিডিও -তে থমাস একটি আসন্ন রেডমি ফোনের সামনের প্যানেলের ডিজাইন প্রদর্শন করেছেন। ডিভাইসটি সম্ভবত রেডমি নোট 13 টার্বো। ভিডিও -তে ফোনের সামনে ফ্ল্যাট ডিসপ্লে এবং অন্যান্য বেজেলের তুলনায় কিছুটা প্রশস্ত নিম্ন বেজেল দেখা গেছে। আবার ডিসপ্লের উপরিভাগে রয়েছে একটি সেলফি কাটআউট। সংস্থার কর্মকর্তা জানিয়েছেন, ডিসপ্লের চারপাশে কোনো প্লাস্টিকের ব্রাকেট দেওয়া হয়নি।

এই মডেলের ফ্রন্ট ডিজাইন প্রকাশ্যে নিয়ে আসা হলেও, এর রিয়ার প্যানেল কিরকম দেখতে হবে বা কোন কোন ফিচার অফার করবে সেই তথ্য এখনো অজানা। তবে পূর্বে প্রকাশিত কয়েকটি রিপোর্ট অনুসারে, আসন্ন Redmi Note 13 Turbo স্মার্টফোন কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8এস জেন 3 চিপসেটের সাথে আসবে। জানিয়ে রাখি, এই চিপসেটটি বিশেষভাবে মিড-রেঞ্জ বা সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে, যা দুর্দান্ত ইউজার এক্সপিরিয়েন্স প্রদান করতে একাধিক উচ্চ-মানের ফিচার সাপোর্ট করবে।

এদিকে সম্প্রতি 24069RA21C মডেল নম্বর সহ একটি শাওমি ফোন চীনের CCC বা 3C সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে ৷ এই সাইটের লিস্টিং নিশ্চিত করছে ডিভাইসটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। মনে করা হচ্ছে, তালিকাভুক্ত মডেলটি শাওমি -এর সাব-ব্র্যান্ড রেডমির আসন্ন নোট 13 টার্বো হতে পারে।

প্রসঙ্গত সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, Poco F6 স্মার্টফোনে 50 মেগাপিক্সেল Sony IMX882 প্রাইমারি সেন্সর + 8 মেগাপিক্সেল IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স + 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। যেহেতু এটি Redmi Note 13 Turbo মডেলের রিব্র্যান্ডেড বা টুইক করা সংস্করণ হবে, সেহেতু মূল ভ্যারিয়েন্টেও অনুরূপ ক্যামেরা ইউনিট বিদ্যমান থাকবে বলে আশা করা হচ্ছে।