কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সুখবর, Nikon Z FC DX মিররলেস ক্যামেরা ভারতে লঞ্চ হল

ভ্রমণ পিয়াসী থেকে শুরু করে ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর, হাতে যদি একটি মোক্ষম ক্যামেরা না থাকে তবে মানসিক অস্তত্বিতে ভোগার পূর্ণ সম্ভাবনা আপনার থেকেই যাবে। আর, ক্যামেরার ক্ষেত্রেও ঘটেছে ব্যাপক বিবর্তন, এসএলআর (SLR) থেকে ডিএসএলআর (DSLR) হয়ে এখন মিররলেস ক্যামেরার যুগে পা দিয়েছি আমরা। সেক্ষেত্রে, ক্যামেরাপ্রেমীদের জন্য, স্বনামধন্য জাপানী ক্যামেরা কোম্পানি নিকন (Nikon), ভারতে লঞ্চ করল Nikon Z FC DX নামের একটি মিররলেস ক্যামেরা। ক্যামেরাটিকে ১৯৮০ সালের Nikon FM2 SLR-এর আদলে একদম রেট্রো লুকের সাথে আনা হয়েছে এবং ব্যবহার করা হয়েছে ভিন্টেজ নিকন লোগো। আবার Nikon Z FC DX ক্যামেরাটি জেড-মাউন্ট (Z-mount) সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরী হয়েছে, আছে ২০.৯ মেগাপিক্সেলের সেন্সর ছাড়াও একাধিক উন্নত মানের ফিচার। আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক Nikon Z FC DX ক্যামেরাটির দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্বন্ধে।

Nikon Z FC DX ক্যামেরার দাম এবং প্রাপ্যতা

ভারতে নিকন জেড এফসি ডিএক্স ক্যামেরাটির বডির দাম ৮৪,৯৯৫ টাকা। সঙ্গে, নিক্কর ডিএক্স-১৬ ৫০ মিমি এফ/৩.৫-৬.৩ ভিআর লেন্স (Nikkor Z DX-16 50mm f/3.5-6.3 VR) নিলে দাম পড়বে ৯৭,৯৯৫ টাকা এবং নিক্কর জেড ২৮ মিমি এফ/২.৮ এসই (Nikkor Z 28mm f/2.8 SE) লেন্স নিলে দাম পড়বে ১,০৫,৯৯৫ টাকা। ক্যামেরাটি একটি ম্যাট সিলভার বডি এবং লেদার টেক্সচার সমেত এসেছে। এই লেদার অংশটি ছয়টি রঙে উপলব্ধ, যেগুলি হল- অ্যাম্বার ব্রাউন, কোরাল পিঙ্ক, মিন্ট গ্ৰিন, ন্যাচারাল গ্ৰে, স্যান্ড বেইজ এবং হোয়াইট।

Nikon Z FC DX ক্যামেরাটি ইতিমধ্যেই নিকন্ (Nikon) ওয়েবসাইট থেকে ক্রয় করা যাচ্ছে এবং জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে সমস্ত অথোরাইজড্ নিকন স্টোরে পাওয়া যাবে।

Nikon Z FC DX ক্যামেরার স্পেসিফিকেশন ও ফিচার

মিররলেস নিকন্জেড এফসি ডিএক্স ক্যামেরাটিতে আছে ২০.৯ মেগাপিক্সেলের প্রাইমারী এপিএস-সি (ডিক্স) (APS-C DX) ক্রপড্ সেন্সর। ক্যামেরাটি এক্সপিড ৬ (Expeed 6) ইমেজ প্রসেসরের সাথে এসেছে এবং এর আইএসও (ISO) রেঞ্জ ১০০-৫১,২০০। এতে ভ্যারিয়েবল-অ্যাঙ্গেল টিএফটি এলসিডি (TFT LCD) টাচস্ক্রিন ডিসপ্লে থাকায় বিভিন্ন অসুবিধাজনক জায়গাতেও সাবলীলভাবে শুট করা যায়। আবার এই নিকন ক্যামেরায় শাটার স্পিড, এক্সপোজার এবং আইএসও (ISO) নিয়ন্ত্রণের জন্য তিনটি ডায়াল আছে। ডায়ালের পাশাপাশি একটি ছোট্ট উইন্ডো রয়েছে, যেটি অ্যাপার্চার প্রদর্শন করে। ক্যামেরাটিতে ইউএসবি (USB) পাওয়ার ডেলিভারি এবং ইউএসবি (USB) চার্জিং সাপোর্ট করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ক্যামেরাটিতে ৪কে (4K) আল্ট্রা এইচডি (UHD) ভিডিও রেকর্ডিং করা যায় এবং আছে ফুল ডিক্স (DX) ভিত্তিক ইমেজ সেন্সর ও স্লো মোশন্ মুভি সেটিংস।

প্রসঙ্গত, এটাই নিকনের জেড সিরিজের (Z-series) প্রথম ক্যামেরা, যেটিতে অটো মোডে এক্সপোজার কম্পোজিশন সাপোর্ট করে। এর অর্থ হল, ব্যবহারকারী অটো মোডে থাকাকালীন অবস্থাতেও ব্রাইটনেস এবং অন্যান্য সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। Nikon Z FC DX ক্যামেরায় আবার ২০ টি ক্রিয়েটিভ পিকচার কন্ট্রোল এফেক্ট ফিচার আছে। এছাড়া, স্টিল ছবি বা ভিডিওগ্ৰাফির সময় পেয়ে যাবেন আই-ডিটেকশন্ অটো ফোকাস (AF) এবং অ্যানিম্যাল-ডিটেকশন্ অটো ফোকাসের (AF) সুবিধা। পাশাপাশি, দূর থেকে ছবি তুললেও চোখ মুখ স্পষ্টভাবে বোঝা যাবে এবং সেজন্য আছে ওয়াইড-এরিয়া অটো ফোকাস (AF) অর্থাৎ, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্যও ক্যামেরাটি আদর্শ।

এতে মিডিয়াগুলি অ্যান্ড্রয়েড বা আইওএস (iOS) ডিভাইসে ট্রান্সফার করতে স্ন্যাপব্রিজ ভার্সন ২.৮ অ্যাপ আছে। লাইভ স্ট্রিমিংয়ের জন্য ক্যামেরাটিকে ওয়েবক্যাম হিসেবেও ব্যবহার করা যায়। ক্যামেরাটির নামকরণ প্রসঙ্গে নিকন্ (Nikon) বলেছে, ‘এফ’ এর অর্থ ‘ফিউশন’ এবং ‘সি’ এর অর্থ ‘ক্যাজুয়ালি’ আর, এই দুইয়ের মেলবন্ধনে ক্যামেরাটি অনন্য হয়ে উঠতে চলেছে।

লেন্সের কথা বললে নিকন, নিক্কর জেড ২৮ মিমি এফ/২.৮ এসই লেন্স লঞ্চের কথা ঘোষণা করেছে। এক্ষেত্রে ‘এসই’ এর অর্থ ‘স্পেশাল এডিশন’। লেন্সটি নিকনের জেড-মাউন্ট (Z-mount) প্রযুক্তির ভিত্তিতে তৈরী যে কোনো ক্যামেরায় সাপোর্ট করবে। ফিক্সড ফোকাল লেংথ ক্যামেরা লেন্সে মিনিমাম ফোকাস ডিসট্যান্স আছে ০.১৯ মিঃ (m) থেকে ০.৬৩ ফুট (ft)। লেন্সটি ৪৩ মিমি (mm) লেংথ পর্যন্ত পোর্টেবেল এবং এটির ওজন ১৬০ গ্ৰাম (gm)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন