1 মিনিটেই আউট অফ স্টক iPhone 15 Pro ও iPhone 15 Pro Max, অর্ডারের চাপে ক্র্যাশ করল ওয়েবসাইট

iPhone 15 সিরিজের প্রি-অর্ডার শুরু হওয়ার ১০ মিনিট পর Apple এর ওয়েবসাইটও ক্র্যাশ হয়ে যায়। শুধু তাই নয়, মাত্র ৩০ মিনিটের মধ্যে iPhone 15 সিরিজের সব মডেল বিক্রি হয়ে যায় বলে জানিয়েছে Apple

গত ১২ সেপ্টেম্বর চীনের পাশাপাশি ভারতের বাজারেও iPhone 15 সিরিজ লঞ্চ করে Apple। এই লেটেস্ট সিরিজটি কিছু আকর্ষণীয় কালারের পাশাপাশি নয়া ফিচার ও আপগ্রেড সহ এসেছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে এই সিরিজের প্রি-অর্ডার শুরু হয়। আর এই প্রি-অর্ডারের সময় নতুন iPhone মডেলগুলি ব্যাপক সাড়া পেয়েছে। সম্প্রতি Apple এই বিষয়ে একটি তথ্য সামনে এনেছে।

১ মিনিটের মধ্যে আউট অফ স্টক iPhone 15 Pro ও iPhone 15 Pro Max

আসলে আমরা বুঝে উঠতে পারিনি যে, নতুন আইফোন ১৫ সিরিজের ফোন কেনার জন্য মানুষ এতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অ্যাপলের ঘোষণা অনুযায়ী, চীনে আইফোন ১৫ সিরিজের আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স মডেল দুটি প্রি-অর্ডারে উপলব্ধ হওয়ার মাত্র ১ মিনিটের মধ্যেই আউট অব স্টক হয়ে যায়।

আর iPhone 15 সিরিজের প্রি-অর্ডার শুরু হওয়ার ১০ মিনিট পর Apple এর ওয়েবসাইটও ক্র্যাশ হয়ে যায়। শুধু তাই নয়, মাত্র ৩০ মিনিটের মধ্যে iPhone 15 সিরিজের সব মডেল বিক্রি হয়ে যায় বলে জানিয়েছে Apple। ফলে বলতে দ্বিধা নেই Apple ভক্তরা iPhone 15 সিরিজের প্রি-অর্ডার শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন, যাতে দ্রুত ডিভাইসগুলি হাতে পেতে পারেন।

উল্লেখ্য, আজ থেকে iPhone 15 সিরিজের ওপেন সেল শুরু হয়েছে। এই সিরিজের প্রত্যেকটি মডেল Apple India -র অফিসিয়াল ওয়েবসাইট, Vijay Sales, Reliance Digital, Croma এর মতো রিটেল সাইট ও বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে কেনা যাবে।