421 কিমি রেঞ্জের বৈদ্যুতিক গাড়িতে 50,000 টাকা ছাড়, জম্পেশ অফার নিয়ে হাজির Tata

গত জানুয়ারিতে ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক এসইউভি হিসাবে Punch EV লঞ্চ করেছিল টাটা মোটরস (Tata Motors)। এরপর প্রায় প্রতিটি গাড়িতে ডিসকাউন্ট ঘোষণা করলেও, কেবল বাদের খাতায় ছিল Punch EV মডেলটি। কিন্তু এপ্রিলে এই গাড়িটি কিনতে আগ্রহী ক্রেতাদের মুখে হাসি ফোটানো টাটা। লঞ্চের পর এই প্রথমবার 50,000 টাকা ডিসকাউন্ট অফার করার কথা ঘোষণা করল সংস্থা।

অটোকার ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ডিসকাউন্ট কেবলমাত্র Punch EV-র টপ স্পেক Empowered +S LR AC ফাস্ট চার্জার (FC) ভ্যারিয়েন্টে উপলব্ধ। রিপোর্টে বলা হয়েছে, 17 জানুয়ারি, লঞ্চের আগে থেকেই টাটা তাদের ডিলারশিপে বেশি পরিমাণে Punch EV-র ওই ভ্যারিয়েন্ট পাঠিয়েছে। ফলে 7.2 কিলোওয়াট এসি চার্জার যুক্ত মডেলের স্টক খালি করতেই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এসে ডিসকাউন্টের সিদ্ধান্ত।

Tata Punch EV-তে এপ্রিলে ডিসকাউন্ট

স্টক খালি করার উদ্দেশ্যে সংস্থার শোরুম Tata Punch EV-তে 20,000 টাকার ডিসকাউন্ট অফার করছে। অ্যাডিশনাল ডিলার ডিসকাউন্ট ধরে সাশ্রয়ের অঙ্ক পৌঁছবে 50,000 টাকায়। জানা গেছে, টাটার প্রতিটি শোরুমে কমপক্ষে পাঁচ থেকে দশটি Punch EV Empowered +S LR AC FC মডেল বর্তমান। ছাড় যোগ হওয়ার ফলে গাড়িটির দাম 15.49 লক্ষ থেকে কমে দাঁড়িয়েছে 15 লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Tata Punch EV – ব্যাটারি, রেঞ্জ এবং ফিচার্স

Punch EV Empowered +S LR AC FC ভ্যারিয়েন্টে রয়েছে 35 কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। সংস্থার দাবি, এটি সম্পূর্ণ চার্জ করলে 421 কিলোমিটার পর্যন্ত পথ ছুটবে। উল্লেখযোগ্য ফিচার্স হিসাবে রয়েছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক, হিল ডিসেন্ট কন্ট্রোল, সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, লেদারেট সিট, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, 360 ডিগ্রী ক্যামেরা, 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।