Redmi থেকে Samsung, সস্তায় ফিচারে ঠাসা পাঁচটি সেরা ফোন দেখে নিন

ভারতের বাজারে বাজেট-রেঞ্জ স্মার্টফোনের চাহিদা ব্যাপক। তাই ফোন নির্মাতারা এই রেঞ্জে একাধিক ডিভাইস এদেশে হাজির করে। আগে যেমন আমরা সস্তার ফোন মানেই ফিচারের অভাব এমনটা ভাবতাম, এখন কিন্তু আর এই কথাটা বলা যাবে না। কারণ, বাজেটের মধ্যে থেকেই যাতে মধ্যবিত্তরা তাদের চাহিদানুসারে স্মার্টফোন কিনতে পারেন সেই দিকে যথেষ্ট লক্ষ রাখে স্মার্টফোন প্রস্তুতকারকেরা। আর তাই দামের তুলনায় ফিচারের আধিক্য থাকায় ক্রেতাদের কাছেও ফোনগুলি জনপ্রিয় হয়ে উঠছে। আজ আমরা এই প্রতিবেদনে এমনই কয়েকটি বাছাই করা ‘ভ্যালু ফর মানি’ স্মার্টফোনের হদিশ দেব আপনাদের। যার মধ্যে, Samsung Galaxy A03s, Tecno Pova 2, Oppo A12G, Redmi 9 Prime এবং Redmi 9 Power সামিল থাকছে। এই স্মার্টফোন ৫ টির দাম ১১,০০০ টাকার মধ্যেই থাকবে। দাম অনুযায়ী এই প্রত্যেকটি ফোনের স্পেসিফিকেশন খুবই ভালো।

ভারতের বাজারে উপলব্ধ ৫টি সেরা বাজেট স্মার্টফোনের তালিকা

Vivo Y12G: ভিভো ওয়াই১২জি ফোনে রয়েছে একটি ৬.৫১ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে। এটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩৯ প্রসেসর সহ এসেছে। অপারেটিং সিস্টেম হিসাবে ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক ফানটাচ ওএস ১১ কাস্টম স্কিনে চলবে। ফটোগ্রাফির জন্য এতে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর সমেত একটি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। স্মার্টফোনটির পরিমাপ ১৬৪.৪১x৭৬.৩২x৮৪১ মিমি এবং ওজন ১৯১ গ্রাম।

দাম : ই-কমার্স সাইট অ্যামাজনের লিস্টিং অনুযায়ী, Vivo Y12G ফোনের ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯০ টাকা। ফোনটি গ্লেসিয়ার ব্লু এবং ফ্যান্টম ব্ল্যাক কালারে এসেছে।

Samsung Galaxy A03s: স্যামসাংয়ের গ্যালাক্সি এ সিরিজের এই স্মার্টফোনে ৬.৫০ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে। থাকছে অক্টা কোর মিডিয়াটেক হেলিও পি৩৫ (এমটি৬৭৬৫) প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক ওয়ান ইউআই কোর ৩.১ কাস্টম স্কিনে রান করবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে এতে, ট্রিপল রিয়ার ক্যামেরা (১৩+২+২ মেগাপিক্সেল) সেটআপ এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে। সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। ফোনটির পরিমাপ ১৬৪.২০x৭৫.৯০x৯.১০ মিমি।

দাম : স্যামসাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, Samsung Galaxy A03s ফোনের ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৪৯৯ টাকা। এটি ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালারে পাওয়া যাবে।

Redmi 9 Power: ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৩৪০ পিক্সেল) ডিসপ্লে সহ আসা রেডমি ৯ পাওয়ার স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে, অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর। এতে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১২ কাস্টম ওএস পাওয়া যাবে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, ছবি তোলার জন্য এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর সমেত একটি কোয়াড-রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। সেলফি বা ভিডিও চ্যাটিংয়ের জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর। এই ফোনে ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। রেডমির এই ফোনের পরিমাপ ১৬২.৩০x৭৭.৩০x৯.৬০ মিমি এবং ওজন ১৯৮ গ্রাম।

দাম : শাওমি (mi) এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী Redmi 9 Power ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। ব্লেজিঙ ব্লু, ইলেক্ট্রিক গ্রীন, ফায়ারি রেড এবং মাইটি ব্ল্যাক কালারে বেছে নেওয়া যাবে এই ফোন।

Redmi 9 Prime: রেডমি ৯ প্রাইম ফোনে ৬.৫৩ ইঞ্চির (১,০৮০x২,৩৪০ পিক্সেল) ডিসপ্লে আছে। এতে ২ গিগাহার্টজ ক্লক রেটের অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফটো ক্লিক করার জন্য ফোনের রিয়ার প্যানেলে চারটি সেন্সর দেখা যাবে। এগুলি হলো, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, ৫ মেগাপিক্সেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সর। একই সাথে, সেলফি তোলার জন্য এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। এই ফোনের পরিমাপ ১৬৩.৩২x৭৭.০১x৯.১০ মিমি এবং ওজনে এটি ১৯৮ গ্রাম।

দাম : Redmi 9 Prime ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। এটিকে স্পেস ব্লু, মিন্ট গ্রিন, ম্যাট ব্ল্যাক এবং সানরাইজ ফ্লেয়ার কালারে পাওয়া যাবে।

Tecno Pova 2: টেকনো পোভা ২ স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৯০ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪৬০ পিক্সেল) ডিসপ্লে। এটি ২ গিগাহার্টজ বেস ফ্রিকুয়েন্সি রেটের অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর সহ এসেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস কাস্টম স্কিনে চলবে। ক্যামেরা ফ্রন্টের ক্ষেত্রে, ফোনের রিয়ার প্যানেলে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেন্সর এবং এআই লেন্স দেখা যাবে। একই সাথে এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট সেন্সর বর্তমান। এতে ৭,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। ফোনটির পরিমাপ ১৭৩.৩২x৭৮.৭৮x৯.৬২ মিমি।

দাম: ই-কমাস সাইট অ্যামাজনের লিস্টিং অনুযায়ী, Tecno Pova 2 ফোনের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। ফোনটি তিনটি কালারে এসেছে- ড্যাজেল ব্ল্যাক, এনার্জি ব্লু এবং পোলার সিলভার।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন