Earn Money Online Games: 2023 সালের সেরা 7 অর্থ উপার্জনকারী গেমের নাম দেখে নিন

ফ্যান্টাসি, ক্যাসুয়াল অথবা কার্ড গেম খেলে নগদ অর্থ জেতার সেরা গেমগুলির (Money Earning Fantasy & Card Games) নাম জেনে নিন

বর্তমানে গেমিং ইন্ডাস্ট্রি অর্থ-উপার্জনের (Earn Money) একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এদেশে এমন বহু মানুষ আছেন যারা, চাকরি বা ছোটোখাটো ব্যবসা থেকে উপার্জিত অর্থের পাশাপাশি অতিরিক্ত রোজগারের পথ খুঁজে বেড়ান। এমন ব্যক্তিদের জন্য ‘রিয়েল টাইম মানি আর্নিং’ অ্যাপগুলি (Real Time Money Earning Apps) নিয়ে এসেছে কম সময়ে মোটা টাকা রোজগারের সুযোগ। এক্ষেত্রে আপনাদের – ফ্যান্টাসি, ক্যাসুয়াল অথবা কার্ড গেম খেলতে হবে এবং জয়ী হলে বিনিময়ে পুরস্কার বাবদ নগদ টাকা (Money Earning Fantasy & Card Games) দেওয়া হবে। ফলে আপনারা যারা এই ধরণের গেম খেলতে পারদর্শী তাদের জন্য অর্থ উপার্জন করা খুব একটা কঠিন হবে না। একই সাথে অবসর সময়ের সদ্ব্যবহারও করা হবে। এই প্রতিবেদনে আমরা ২০২৩ সালের ৭টি সেরা তথা জনপ্রিয় অর্থ উপার্জনে সাহায্যকারী গেমিং অ্যাপ (Best Money Earning Gaming Apps) সম্পর্কে আলোচনা করবো।

২০২৩ সালের ৭টি সেরা মানি আর্নিং গেম অ্যাপের তালিকা (Top 7 Money Earning Gaming Apps)

Winzo

Winzo অ্যাপের বর্তমানে ১০ কোটি সক্রিয় ইউজার আছে এবং এটি লঞ্চের পর থেকে ইতিমধ্যেই ২০০ কোটি টাকার পুরস্কার বিতরণ করেছে বলে দাবি করেছে। এই অ্যাপে আপনারা – লুডো (Ludo), স্নেক অ্যান্ড ল্যাডার (Snake & Lader), ক্যারাম (carrom), বাবল শুটার ২ (Bubble Shooter 2), ফ্রুট সামুরাই (Fruit Samurai) সহ আরও অনেক রকমের গেম খেলে টাকা রোজগার করতে পারবেন।

লঞ্চের বছর – ২০১৮
ডিভাইস সাপোর্ট – অ্যান্ড্রয়েড এবং আইওএস (প্লে স্টোরে উপলব্ধ নয়, Winzo -এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।)

Dream11

Dream11 ভারতের অন্যতম একটি জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট গেমিং অ্যাপ। আবার এটি আইপিএল এবং আইসিসি -এর অফিসিয়াল পার্টনারও। ফ্যান্টাসি ক্রিকেট ছাড়াও আলোচ্য প্ল্যাটফর্মে – ফ্যান্টাসি ফুটবল, ফ্যান্টাসি কাবাডি ইত্যাদি খেলা যাবে। অন্যান্য অ্যাপের মতো Dream11-এ বিভিন্ন প্রকারের ক্যাটাগরির গেম পাবেন না। এটি শুধুমাত্র ফ্যান্টাসি গেমই অফার করে।

লঞ্চের বছর – ২০১৯
ডিভাইস সাপোর্ট – অ্যান্ড্রয়েড এবং আইওএস

MPL

আপনারা যদি অর্থ উপার্জনের জন্য ফ্যান্টাসি ফুটবল এবং ক্রিকেট Earn Money from Fantasy Football and Cricket) খেলতে চান, তাহলে MPL একটি আদর্শ অ্যাপ। এতে আপনারা বিভিন্ন ধরণের ক্যাসুয়াল গেম তালিকাভুক্ত পেয়ে যাবেন, যেমন – ফ্রুট চপ, ফ্রুট ডার্ট, বাবল শুটার, ব্লক পাজল, লুডো, সাপ এবং মই, ক্যারাম ইত্যাদি। এই সমস্ত গেম খেলে নগদ টাকা পুরস্কার (Earn Real Cash Money) হিসাবে জেতা সুযোগ রয়েছে।

লঞ্চের বছর – ২০১৯
ডিভাইস সাপোর্ট – অ্যান্ড্রয়েড এবং আইওএস

Zupee

আপনারা যদি ফ্যান্টাসি গেম বা রামি জাতীয় খেলা খেলতে আগ্রহী না থাকেন, তবে Zupee অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারেন। এতে একাধিক আকর্ষণীয় ক্যাসুয়াল গেম উপলব্ধ, যেমন – লুডো সুপ্রিম, লুডো নিনজা, লুডো টার্বো, স্নেকস অ্যান্ড ল্যাডার্স প্লাস, ট্রাম্প কার্ডস ম্যানিয়া, লুডো সুপ্রিম লীগ, জুপি ক্রিকেট এক্স তাম্বল এবং জুপি ক্রিকেট কার্ডস।

লঞ্চের বছর – ২০১৮
ডিভাইস সাপোর্ট – অ্যান্ড্রয়েড (Zupee -এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।)

My11Circle

My11Circle হল ভারতের সবচেয়ে বিখ্যাত ফ্যান্টাসি গেমগুলির মধ্যে একটি। বহু জনপ্রিয় ক্রিকেটার এই অ্যাপটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন। আলোচ্য প্ল্যাটফর্মে আপনারা শুধুমাত্র ফ্যান্টাসি ক্রিকেট এবং ফ্যান্টাসি ফুটবল খেলতে পারবেন।

লঞ্চের বছর – ২০১৯
ডিভাইস সাপোর্ট – অ্যান্ড্রয়েড এবং আইওএস

Rush

Rush আপনাদের নগদ অর্থ উপার্জনে (Make Real Cash Money) সাহায্য করবে। এর জন্য – ক্যারাম, লুডো, কুইজি, স্নেক অ্যান্ড ল্যাডারস, ফ্রুট ফাইট, ব্রিক স্ম্যাশ, নাইফ মাস্টার, আর্চারি, ফুটবল, গোল্ড ইত্যাদি গেম খেলতে হবে আপনাদের এবং অবশ্যই জয়ী হতে হবে।

লঞ্চের বছর – ২০১৯
ডিভাইস সাপোর্ট – অ্যান্ড্রয়েড এবং আইওএস

AIO Games

অন্যান্য ‘মানি আর্নিং’ গেমিং (Money Earning Games) অ্যাপগুলির তুলনায় AIO Games এই ইন্ডাস্ট্রিতে একদমই নতুন বলা যায়। এখানে আপনারা – ব্রেইনি লুডো, বোটল শুট, সলিটায়ার ডিলাইটস, ফ্রুট চপার, ক্যারাম, ৮ বল পুল এবং নাইফ স্ম্যাক ইত্যাদি খেলতে পারবেন। এছাড়াও – রামি এবং পোকারের মতো কার্ড গেমও উপলব্ধ থাকছে।

লঞ্চের বছর – ২০২১
ডিভাইস সাপোর্ট – অ্যান্ড্রয়েড এবং আইওএস (AIO Games -এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।)