Best Mileage Bike: 80 কিমি মাইলেজ, এই 5 বাইকের কাছে পাত্তা যাবে না বুলেট-পালসারও!

ভারতে জ্বালানির তেলের খরচে সঙ্কটাপন্ন অবস্থায় দেশবাসী। পাম্পে তেল ভরাতে গেলেই পকেট হচ্ছে গড়ের মাঠ। ফলে সকলের নজর বেশি মাইলেজের মোটরসাইকেলের দিকে। কম খরচে বেশি রাস্তা চলার সাধ পূরণ করতে তাই বদ্ধপরিকর সিংহভাগ বাইকার। কম পেট্রোল খেয়ে যেগুলি যত বেশি পথ ছোটে, সেগুলির চাহিদাও তত বেশি। আবার দামের দিক থেকেও হতে হবে সাশ্রয়কারী। এই প্রতিবেদনে দেশের সবচেয়ে বেশি মাইলেজ প্রদানকারী পাঁচটি সেরা মোটরসাইকেলের হদিশ রইল।

TVS Star City Plus (মাইলেজ ৮৩.০৯ কিমি/লিটার)

Star City Plus খাতায় কলমে বর্তমানে দেশের সবচেয়ে বেশি মাইলেজ প্রদানকারী বাইক হিসাবে পরিচিত। এতে উপস্থিত একটি ১০৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার কুল্ড ইঞ্জিন। যার আউটপুট ৮ বিএইচপি ও ৮.৭ এনএম। ৪-স্পিড গিয়ার যুক্ত বাইকটি ১৩০ মিমি ফ্রন্ট ড্রাম অথবা ২৪০ মিমি ডিস্ক এবং ১১০ মিমি রিয়ার ড্রাম ব্রেক সমেত উপলব্ধ। দাম যথাক্রমে ৭৭,৭৭০ টাকা ও ৮০,৯২০ টাকা (এক্স-শোরুম)।

Hero Splendor Plus (মাইলেজ ৮০ কিমি/লিটার)

বিগত ৩০ বছর ধরে ভারতের কমিউটার বাইকের বাজার দাপিয়ে বেড়াচ্ছে Hero Splendor। ডিজাইনের দিক থেকে এটি শহর ও গ্রামীণ ভারতের পক্ষে আদর্শ। Splendor Plus বাইকটিতে উপস্থিত একটি ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৮ বিএইচপি ও ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়। দাম ৭৫,১৪১ টাকা থেকে ৭৭,৯৮৬ টাকা (এক্স-শোরুম)।

Hero HF Deluxe (মাইলেজ ৭০ কিমি/লিটার)

Splendor Plus -এর থেকেও বেসিক ভার্সনের বাইক হচ্ছে Hero HF Deluxe। এর উচ্চতা যেমন কম, আবার দৈর্ঘ্যেও ছোট। রয়েছে ২-স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন সেটআপ। ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থেকে ৮ বিএইচপি ও ৮.০৫ এনএম টর্ক পাওয়া যায়। বাইকটি এখনকার দাম ৬০,০০০ টাকা থেকে ৬৮,৭৬৮ টাকা (এক্স-শোরুম)।

Bajaj Platina 100 (মাইলেজ ৭০ কিমি/লিটার)

বাজাজের সবচেয়ে সস্তার বাইক Bajaj Platina 100-এর বর্তমান বাজার দর ৬৭,৮০৮ টাকা। এতে রয়েছে একটি ১০২ সিসি ইঞ্জিন, থেকে ৭.৮ বিএইচপি শক্তি ও ৮.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে আছে সুন্দর গ্রাফিক্স, অ্যালয় হুইল, এলইডি ডিআরএল এবং একটি ইলেকট্রিক স্টার্ট।

Bajaj CT 110 (মাইলেজ ৭০ কিমি/লিটার)

এক লিটার পেট্রোলে ৭০ কিলোমিটার পথ চলতে পারার সক্ষমতার জন্য সেরা মাইলেজের বাইকের তালিকায় স্থান দখল করেছে Bajaj CT 110। এতে উপস্থিত ১১৫ সিসি ইঞ্জিনের আউটপুট ৮.৪ বিএইচপি ও ৯.৮১ এনএম টর্ক। ৪-গতির গিয়ার যুক্ত CT 110-এর দাম ৬৯,২১৬ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।