Father’s Day 2021: পিতৃ দিবসে WhatsApp স্টিকার পাঠিয়ে বাবাকে কিভাবে শুভেচ্ছা জানাবেন

Father’s Day 2021: ২০ই জুন দিনটি ক্যালেন্ডারে থাকা আর কোনো সাধারণ দিনের থেকে আলাদা। কারণ বিশ্ব জুড়ে এই দিনটিতেই Father’s Day উদযাপন করা হয়ে থাকে। কিন্তু এই বছর কোভিড-১৯ অতিমারীর প্রকোপে বহু মানুষ বাধ্য হয়ে তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন থাকছে। ফলে অন্যান্য উপলক্ষ্যের মতো ফাদার্স ডে বা পিতৃ দিবসের মতো একটি বিশেষ দিনেও তারা পিতা বা পিতৃস্থানীয় মানুষগুলিকে সরাসরি অভিনন্দন জানাতে পারবেন না। তবে এরজন্য হতাশ হওয়ার প্রয়োজন নেই ! কারণ, জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফর্ম WhatsApp এক্ষেত্রে একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। ফেসবুক মালিকাধীন এই অ্যাপটি সম্প্রতি ফাদার্স ডে -এর জন্য একটি অ্যানিমেটেড স্টিকার প্যাক (WhatsApp Father’s day Sticker Pack) নিয়ে এসেছে। ফলে আপনি সামনাসামনি না হলেও, বাবাকে ভার্চুয়ালি পিতৃ দিবসের শুভেচ্ছা জানাতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে হোয়াটসঅ্যাপে এই স্টিকার প্যাকটিকে ডাউনলোড করে পাঠানো যাবে।

Father’s Day এর WhatsApp স্টিকার প্যাক কীভাবে ডাউনলোড করবেন

হোয়াটসঅ্যাপ বিভিন্ন উপায়ে স্টিকার ডাউনলোড করার সুযোগ দেয়। এতে অ্যানিমেটেড স্টিকার সহ আপনার নিজেস্ব স্টিকারগুলিকে ইমপোর্ট করার সুবিধাও আছে। পিতৃ দিবসে আপনি Google Play Store থেকে ফাদার্স ডে -এর স্টিকার প্যাক ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করার পর, এই স্টিকারেরে ওপর ট্যাপ করলেই এগুলিকে কোনো ব্যাক্তি বা গ্রুপে পাঠানো যায়।

অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে কীভাবে WhatsApp Sticker Pack ডাউনলোড করবেন এবং প্রেরণ করবেন

১. প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করুন এবং একটি চ্যাট উইন্ডোতে চলে যান।

২. এরপর চ্যাট বক্সের টাইপিং এরিয়াতে থাকা স্মাইলি আইকনে ক্লিক করুন। এখানে আপনি বিদ্যমান স্টিকার প্যাকগুলিকে পেয়ে যাবেন।

৩. তারপরে স্টিকার আইকনে ট্যাপ করুন। এবার স্টিকার সেকশনের উপরি ভাগের ডানদিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করতে হবে।

৪. ‘+’ আইকনে ক্লিক করার পর, আপনি যখন নীচের দিকে স্ক্রল করবেন তখন ‘Get more stickers’ নামক অপশন পাবেন। এটিতে ক্লিক করুন।

৫. ‘Get more stickers’ অপশনে ক্লিক করার পর আপনাকে গুগল প্লে স্টোরে রিডাইরেক্ট করা হবে।

৬. এখানে আপনি ‘WhatsApp stickers for Father’s Day’ লিখে সার্চ করুন এবং সেটিকে ডাউনলোড করে নিন।

৭. স্টিকার প্যাকটিকে ডাউনলোডের পর এটিকে ওপেন করুন। এবার আপনাকে ‘add to WhatsApp’ নামক একটি অপশন দেখানো হবে। এটিতে ক্লিক করুন।

৮. এবার আপনি হোয়াটসঅ্যাপে ফিরে গিয়ে এই ডাউনলোড করা স্টিকার প্যাকগুলিকে আপনার পরিবার পরিজনদের কাছে প্রেরণ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন