PUBG Mobile এর প্রত্যাবর্তন ঘিরে ফের অনিশ্চয়তা, বৈঠকে বসার অনুরোধে নিরুত্তর MeitY

গতকালই আমরা জানতে পেরেছিলাম যে ভারতে পুনরায় উপলব্ধ হওয়ার জন্য সরকারের বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY)-এর সাথে আলোচনায় বসতে তৎপর PUBG Mobile গেমের ভারতীয় শাখাটি। এমনিতে এই ব্যাটেল-রয়্যাল গেমটি রি-লঞ্চের জন্য প্রস্তুত, অপেক্ষা শুধু সরকারের আনুষ্ঠানিক অনুমোদনের। কিন্তু সাম্প্রতিক একটি খবর দেখে মনে হচ্ছে, ভারতে PUBG Mobile-র প্রত্যাবর্তন খুব একটা সহজ হবেনা। রাত পোহাতে না পোহাতেই একটি রিপোর্ট সামনে এসেছে, যেখানে বলা হয়েছে এখনই PUBG-র সাথে বৈঠকে বসছে না মন্ত্রক বা MeitY।

ইনসাইডস্পোর্টের রিপোর্ট অনুযায়ী, গেম নির্মাতা সংস্থাটি ভারত সরকার কর্তৃক নির্ধারিত সমস্ত নিয়মাবলী মেনে চলতে প্রস্তুত, কিন্তু MeitY দফতর এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। এমনকি পাবজি ইন্ডিয়ার কর্মকর্তারা, মন্ত্রকের সাথে বৈঠকে বসার যে অনুরোধ করেছিল – তারও কোনো জবাব দেয়নি MeitY। ফলে, পাবজি-র প্রত্যাবর্তনের ঘোষণা শুনে প্লেয়ারদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি হয়েছিল, তা কতটা আশানুরূপ ফল দেবে সেই নিয়েই এখন প্রশ্ন উঠছে।

বেশ কয়েকদিন ধরেই পাবজি গেমের মোবাইল ভার্সনটির রি-লঞ্চের প্রচার চালাচ্ছিল সংস্থাটি। এমনকি গেমটির একটি টিজারও প্রকাশ করা হয়, যেখানে দেশের জনপ্রিয় তিন গেম স্ট্রিমার জোনাথান (Jonathan), ক্রোনটেন (Kronten) এবং ডায়নামো (Dynamo)-কে প্রচারের মুখ হিসেবে দেখা গিয়েছিল। কিন্তু সরকারি ছাড়পত্র না মিললে যে ব্যান হওয়া গেমটির পুনরায় উপলব্ধ হওয়ার কোনো আশা নেই, একথা বারবার সাম্প্রতিক খবরগুলিতে বলা হচ্ছে।

সূত্রের দাবি, PUBG Mobile-কে রি-লঞ্চ করার অনুমতি দেওয়া হবে কিনা – সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে MeitY। তবে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জানুয়ারি বা ফেব্রুয়ারির আগে গেমটি কোনোমতেই উপলব্ধ হবেনা। সুতরাং, পাবজি প্রেমীদের চলতি বছর শেষ হওয়ার আগে ‘চিকেন ডিনার’ করার সম্ভবনা খুব একটা নেই!

এদিকে কিছু উৎসাহী পাবজি প্রেমীর প্রশ্নের উত্তরে Microsoft Azure জানিয়েছে, PUBG Mobile-এর প্রত্যাবর্তন সম্পর্কে আপাতত তাদের কাছে কোনো তথ্য নেই। তাই অনুরাগীদের পাবজি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষনার জন্য অপেক্ষা করার অনুরোধ করেছে মাইক্রোসফ্ট অ্যাজুরে।

প্রসঙ্গত, গেম সম্পর্কিত সুরক্ষাবিধি মেনে চলার জন্য এবং সেগুলি বিশ্বব্যাপী পরিচালনা করার জন্য, গত মাসে অর্থাৎ নভেম্বরে মাইক্রোসফ্ট অ্যাজুরের সাথে হাত মেলায় পাবজির মূল সংস্থা ক্রাফটন (Krafton)। তবে এত চেষ্টার পরেও পাবজি মোবাইল পুনরায় আগের ভঙ্গিমায় ফিরবে কিনা, বা ফিরলেও কবে ফিরবে – সেই নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।