দেশীয় ব্র্যান্ড Mivi আনল দীর্ঘ ব্যাটারির নতুন ইয়াবাডস, দাম হাজার টাকার কম

Mivi DuoPods K1 ইয়ারফোনের দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা

চলতি মাসের শুরুতে DuoPods K7 ইয়ারফোন নিয়ে আসার পর দেশীয় কোম্পানি Mivi এবার লঞ্চ করল DuoPods K1 ইয়ারবাড। ডিপ বেসযুক্ত অডিও ডেলিভারি করার জন্য নতুন এই ইয়ারফোনে থাকছে ১০.৫ এমএম ড্রাইভার। তাছাড়া Mivi DuoPods K1 উন্নতমানের ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি অফার করবে। সেই সঙ্গে ইয়ারফোনটিতে পাওয়া যাবে ৪২ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Mivi DuoPods K1 ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Mivi DuoPods K1 -এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Mivi DuoPods K1 ইয়ারফোনের দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা। এটি ব্ল্যাক, বেইজ, পিঙ্ক এবং ব্লু কালার অপশনে এসেছে। এর সাথে পাওয়া যাবে ১ বছরের ওয়্যারেন্টি। আর সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আগ্রহী ক্রেতারা কিনতে পারবেন এই ইয়ারফোনটি।

Mivi DuoPods K1 -এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Mivi DuoPods K1 ইয়ারবাড স্লিক এবং স্টাইলিশ ডিজাইন সহ এসেছে। আর এতে রয়েছে ডুয়েল মাইক্রোফোন, যা ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। অন্যদিকে, ইয়ারফোনটিতে এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ। সেই সঙ্গে থাকছে এএসি এবং এসবিসি অডিও কোডেক সাপোর্ট। শুধু তাই নয়, স্বচ্ছ ভয়েস উৎপন্ন করার জন্য এতে দেওয়া হয়েছে এআই ইএনসি ( AI ENC) চিপ।

এবার আলোচনা করা Mivi DuoPods K1 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। পাওয়ার ব্যাকআপের জন্য এর প্রত্যেকটি ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ৩৫ এমএএইচ ব্যাটারি। আবার এর চার্জিং কেসে দেওয়া হয়েছে ৩৮০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির তরফে দাবি করা হয়েছে একবার চার্জে ইয়ারফোনটি টানা ৪২ ঘন্টা ব্যাটারি লাইফ অফার করতে পারবে। আর তাই জন্য বাইরের যেকোনো কাজে দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য এটি উপযুক্ত। তদুপরি মাত্র ৬০ মিনিটে মাইক্রো ইউএসবি চার্জিং কেবলের মাধ্যমে ইয়ারফোনটিকে চার্জ দেওয়া সম্ভব। সর্বোপরি ঘাম, জল এবং ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য হেয়ারেবলটি IPX4 রেটিং প্রাপ্ত।