TVS XL EV: তেল খরচ থেকে মুক্তি, খেটে খাওয়া মানুষদের জন্য এক্সএল ইলেকট্রিক আনছে টিভিএস

ভারতে বৈদ্যুতিক টু হুইলারের নবজাগরণের সূচনা হয়ে গিয়েছে। বহু পরিচিত পেট্রোল বাইক ও স্কুটার নিজেদের ভোল বদলে ইলেকট্রিক অবতারে বাজারে আসছে। এই ট্রেন্ড এবার গা ভাসাতে চলেছে খেটে খাওয়া মানুষদের ভরসা দুবলা-পাতলা ডিজাইনের TVS XL 100। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। XL 100-এর দাম ৪৪,৯৯৯ টাকা থেকে শুরু করে ৫৯,৬৯৫ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। আজ বহু মানুষ এই টু হুইলারটি নিত্যদিনের চলাফেরার পাশাপাশি পণ্য পরিবহণেও ব্যবহার করে।

XL EV নামের ট্রেডমার্ক দায়ের করল TVS

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) ভারতে একজোড়া নতুন নামের জন্য ট্রেডমার্ক দায়ের করেছে। যার মধ্যে একটি হচ্ছে TVS XL EV। এবং অপরটি E-XL। অনুমান, এটি ব্যাটারি চালিত XL 100-এর জন্যই ব্যবহার করবে কোম্পানি। পূর্বে মোপেডটির ব্যাটারি ভার্সনের ডিজাইন পেটেন্টও দায়ের করেছে সংস্থা।

টিভিএস -এর পোর্টফোলিও-তে XL 100 দীর্ঘ দিন ধরে রয়েছে। প্রতি মাসেই বেচাকেনার পরিমাণ পাঁচ অঙ্কের ঘরে থাকে। সংস্থার একমাত্র ইভি মডেল iQube-এর সাফল্য দেখে অনুপ্রাণিত হয়েই XL 100-এর ইলেকট্রিক ভার্সন আনতে চলেছে সংস্থা।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত XL 100 Electric মডেলের ফিচার্স ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বর্তমানে উক্ত সেগমেন্টে একমাত্র ইলেকট্রিক মোপেড হিসেবে বাজারে রয়েছে Kinetic E Luna। এটি কিনতে খরচ পড়ে ৬৪,৯৯০ টাকা থেকে ৭৪,৯৯০ টাকা (এক্স-শোরুম)।