এক জায়গায় চার্জ দিন সমস্ত আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন, iGear লঞ্চ করলো চার্জিং স্টেশন

স্মার্টফোনের চার্জিং পোর্ট যেমনই হোক না কেন, তা নিয়ে দুর্ভাবনার দিন শেষ। কেননা আলাদা আলাদা ধরনের চার্জিং পোর্ট যুক্ত ডিভাইস চার্জের জন্য এবার থেকে একটি চার্জারের ব্যবহারই যথেষ্ট! বিশ্বাস হচ্ছে না তো? অথচ স্মার্টফোনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা iGear ঠিক এই মুশকিল-আসানটাই করে দেখিয়েছে। স্মার্টফোনের জন্য তারা সম্প্রতি এমন এক ধরনের চার্জিং ডিভাইস প্রস্তুত করেছে যেখানে একইসাথে ওয়্যারযুক্ত এবং ওয়্যারবিহীন ডিভাইস চার্জ করা সম্ভব। iGear সংস্থা তাদের এই ডিভাইসের নামকরণ করেছে Dockme 3-in-1 যা একটি ৩৬০ ডিগ্রি আবর্তনযোগ্য ডক (dock) এবং একটি ওয়্যারলেস চার্জিং প্যাড সহ এসেছে। চলুন iGear -এর এই নতুন সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পূর্বের কথা মতোই iGear Dockme 3-in-1 চার্জিং ডিভাইসের মাধ্যমে অ্যান্ড্রয়েড থেকে অ্যাপল আইফোন – যে কোন ধরনের স্মার্টফোন চার্জ করা সম্ভব। এতে যে ৩৬০ ডিগ্রী ঘূর্ণনযোগ্য ডক যুক্ত রয়েছে, সেখানে মাইক্রো-ইউএসবি (micro-USB), টাইপ-সি (Type-C) এবং আইফোনের ক্ষেত্রে প্রয়োজনীয় লাইটিং পোর্ট – তিনেরই অস্তিত্ব রয়েছে। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ঘূর্ণনে সক্ষম ডকের উপস্থিতির কারণে, ক্রেতারা অত্যন্ত মসৃণভাবে এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন।

ঘূর্ণনযোগ্য ডক ছাড়াও Dockme 3-in-1 ডিভাইসে রয়েছে একটি ওয়্যারলেস চার্জিং প্যাড। এর মাধ্যমে ব্যবহারকারী খুব সহজেই নিজেদের ওয়্যারলেস চার্জিং ফিচারবিশিষ্ট স্মার্টফোনগুলি চার্জ করতে পারবেন। উল্লেখ্য, iGear -এর আলোচ্য প্রোডাক্টে সর্বোচ্চ ৫ ওয়াট (5W) ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা গ্রহণ করা যাবে।

এছাড়া ডক এবং ওয়্যারলেস চার্জিং প্যাডের মধ্যস্থলে প্রোডাক্টে একটি নীল রঙের ছোট এলইডি(LED) ইন্ডিকেটর রয়েছে যা ব্যবহারের সময় ক্রেতাকে সংকেত প্রদান করবে। একাধিক চার্জিং পোর্টের অস্তিত্ব থাকলেও Dockme 3-in-1 চার্জিং ডিভাইসে একটি নির্দিষ্ট সময়ে মাত্র একটি স্মার্টফোন চার্জ করা যাবে বলে জানা গিয়েছে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা Amazon এবং Flipkart থেকে আগ্রহীরা আলোচ্য প্রোডাক্টটি কিনতে পারবেন। প্রাথমিকভাবে এই চার্জিং উপকরণের দাম ১,৫০০ টাকা রাখা হয়েছে যা ১ বছরের স্ট্যান্ডার্ড ওয়্যারেন্টির সঙ্গে আসবে।

প্রোডাক্ট লঞ্চের বিষয়ে মন্তব্য করতে গিয়ে iGear সংস্থার অন্যতম প্রধান নেহা শর্মা জানিয়েছেন – “iGear Dockme একটি অত্যন্ত আধুনিক ক্রয়যোগ্য চার্জিং উপকরণ। এটি মাল্টি ব্র্যান্ড স্মার্টফোন চার্জিংয়ের সুবিধা যুক্ত। ক্রেতারা নিজেদের বাড়ি হোক বা অফিস – সর্বত্র এই উপকরণটি ব্যবহার করতে পারবেন। চার্জিং ছাড়াও এর ৩৬০-ডিগ্রি ঘূর্ণনযোগ্য ডক একটি অসাধারণ স্মার্টফোন স্ট্যান্ড হিসেবেও নিজের উপযোগিতা প্রমাণ করবে, ভিডিও চ্যাটিং কিংবা ঘরে থেকে কাজ করার জন্য যা আদর্শ। আমাদের এই প্রোডাক্ট অসংখ্য মানুষের প্রয়োজন পূরণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন