Apple Store: প্রতীক্ষা শেষ, দেশের প্রথম অ্যাপল স্টোর চালু হল, ক্রেতাদের স্বাগত জানাচ্ছেন টিম কুক স্বয়ং

Apple CEO টিম কুকু নিজে হাতে আজ অ্যাপল স্টোরের দরজা খুলেছেন

iPhone নির্মাতা Apple আজ মঙ্গলবার ভারতে তাদের প্রথম অ্যাপল স্টোর (Apple Store) চালু করল। মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে সংস্থার প্রথম স্টোর উদ্বোধন করলেন অ্যাপলের সিইও টিম কুক (Tim Cook)। আজ থেকেই অ্যাপলের প্রথম রিটেইল স্টোর খুলে দেওয়া হয়েছে গ্রাহকদের জন্য এবং তাদেরকে স্বাগত জানাচ্ছেন টিম কুক স্বয়ং। স্টোরটি ২০,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। অ্যাপল স্টোরের ডিজাইন বেশ আকর্ষনীয়। এটি পুনর্নবীকরণযোগ্য শক্তিতে চলবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। অর্থাৎ এটি পুরোপুরি নবায়নযোগ্য শক্তিতে চলবে। অ্যাপল স্টোরে খুব কমই আলো ব্যবহার করা হয়েছে।

২৫ বছর পর ভারতে খুললো Apple Store

অ্যাপল ভারতে ২৫ বছর ধরে ব্যবসা করলেও, আজ প্রথম স্টোর এদেশে চালু করল তারা। যদিও এরপর তারা আরও অনেকগুলি স্টোর খুলতে চলেছে। বিকেসি-র পর বৃহস্পতিবার দিল্লির সাকেতে আরেকটি অ্যাপল স্টোর উদ্বোধন করা হবে। কারণ অ্যাপল বুঝতে পেরেছে ভারত তাদের জন্য একটি বড় মার্কেট। এই কারণেই অ্যাপলের সিইও টিম কুক প্রথম অ্যাপল স্টোর উদ্বোধন করার জন্য একদিন আগে ভারতে এসে গিয়েছিলেন।

Apple CEO নিজে হাতে আজ স্টোরের দরজা খুলেছেন

ভারতের প্রথম অ্যাপল স্টোরটি নতুন স্টাইলে উদ্বোধন করেন সংস্থার সিইও টিম কুক। তিনি স্টোরের দরজা খুলে গ্রাহকদের স্বাগত জানান। তিনি বলেন, “এটি একটি দীর্ঘ যাত্রা, আমি খুশি যে ভারতে অ্যাপল স্টোর খুলতে পেরেছি। ”

Apple Store-এর ডিজাইন

প্রথমেই বলেছি অ্যাপল স্টোরকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটি পুনর্নবীকরণযোগ্য শক্তিতে চলে। এই স্টোরে প্রচুর পরিমাণে গ্লাস ব্যবহার করা হয়েছে, যা কৃত্রিম আলোর অভাবকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে। স্টোরে খুব কম আলো ব্যবহার করা হয়েছে। সংস্থার দাবি, তারা এখানে ৪.৫০ লাখ কাঠের উপাদান ব্যবহার করেছে।