Xiaomi 12 Ultra হবে সবচেয়ে প্রিমিয়াম ফোন, থাকতে পারে ৫০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ

Xiaomi 12 (শাওমি ১২) স্মার্টফোন সিরিজ চলতি মাসের শেষদিকে লঞ্চ হবে বলে এই মুহূর্তে জোর জল্পনা চলছে। বিভিন্ন লিক এবং রিপোর্ট ইঙ্গিত করছে যে, Xiaomi 11 লাইনআপের এই উত্তরসূরি সিরিজে মোট চারটি মডেল – Xiaomi 12, Xiaomi 12X, Xiaomi 12 Pro, এবং Xiaomi 12 Ultra আত্মপ্রকাশ করবে। যদিও এখনো পর্যন্ত নির্মাতা সংস্থা এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এখন নতুন একটি রিপোর্টে দাবি করা হয়েছে, Xiaomi 12 Ultra (শাওমি ১২ আল্ট্রা) ফোনের ক্যামেরা সেটআপে Xiaomi 11 Ultra-এর তুলনায় বড় ওভারহল দেখা যাবে।

Xiaomi 12 সিরিজের টপ-এন্ড মডেল হবে Xiaomi 12 Ultra

এর আগের কিছু রিপোর্টে বলা হচ্ছিল যে, শাওমি তাদের আসন্ন সিরিজের অধীনে, শাওমি ১২, শাওমি ১২এক্স এবং শাওমি ১২ প্রো নামের তিনটি ফোন লঞ্চ করবে; এই মডেলগুলিকে TENAA সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল। ফোনগুলি আগামী ২৮শে ডিসেম্বর একটি লঞ্চ ইভেন্টে লঞ্চ হবে বলে খবর। তবে নতুন রিপোর্ট অনুযায়ী, তিনটি নয়, শাওমি ১২ সিরিজের অধীনে সম্ভবত চারটি ফোন লঞ্চ হবে, যার মধ্যে টপ-এন্ড মডেল হবে শাওমি ১২ আল্ট্রা।

শুক্রবার টিপস্টার মুকুল শর্মা শাওমি ১২ আল্ট্রার সাথে সম্পর্কিত একটি ছবি টুইট করেছেন, যা সর্বপ্রথম ওয়েইবোতে ফাঁস হয়। এই ছবির ভিত্তিতে বলা যায়, আসন্ন আল্ট্রা মডেলের পেছনে বৃত্তাকার কোয়াড ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মূল আকর্ষণ হবে ৫০ মেগাপিক্সেলের Samsung GN5 সেন্সর। সেক্ষেত্রে ফোনটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা ছাড়াও, তিনটি ৪৮ মেগাপিক্সেল লেন্সসহ আসতে পারে বলে জল্পনা রয়েছে।

এই প্রসঙ্গে বলে রাখি, শাওমি ১১ আল্ট্রা ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার মধ্যে বিদ্যমান ৫০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৪৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। এই ফোনের রিয়ার ক্যামেরা মডিউলে একটি সেকেন্ডারি টাচস্ক্রিন বা ডিসপ্লেও উপস্থিত, যেখান থেকে নোটিফিকেশন চেক করা, ব্যাটারির লাইফ ট্র্যাক করা ইত্যাদি ফাংশন উপভোগ করা যায়।