৫০ হাজার টাকার রেঞ্জে নতুন ইঞ্জিনের সাথে এল TVS Zest 110

TVS মোটর ধীরে ধীরে ভারতে তাদের সমস্ত স্কুটার ও বাইকের BS6 ভ্যারিয়েন্ট লঞ্চ করছে। এবার কোম্পানি TVS Zest 110 কে BS6 ইঞ্জিনের সাথে নিয়ে এল। এক্সশোরুমে নতুন এই স্কুটারের দাম ৫৮,৪৬০ টাকা। যদিও কলকাতার অন রোড প্রাইস কত হবে তা জানা যায়নি। টিভিএস জাস্ট ১১০ বিএস৬ মডেল দুটি ভ্যারিয়েন্টের সাথে এসেছে। যেগুলি হল – হিমালয়ান হাই সিরিজ ও মেট সিরিজ। স্কুটারটি ছটি রঙের বিকল্পে পাবেন- লাল, নীল, বেগুনি, কালো, হলুদ এবং তুর্কিস নীল।

TVS Zest 110 BS6 পাওয়ার:

এতে ১১০ সিসির ইঞ্জিন দেওয়া হয়েছে। যেটি ৭.৭ বিএইচপি পাওয়ার এবং ৮.৮ এনএম টার্ক জেনারেট করতে পারে। আগের অর্থাৎ বিএস৪ ভার্সনের ইঞ্জিনে ৭.৭ বিএইচপি পাওয়ার এবং ৮.৮ এনএম টার্ক জেনারেট হত। অর্থাৎ বিএস৬ ইঞ্জিন বিএস৪ ইঞ্জিনের পাওয়ার তুলনায় কম, তবে টার্ক বেশি জেনারেট করে।

ফিচার:

আপগ্রেড ইঞ্জিন ছাড়া, বিএস৬ জেস্ট ১১০ এর ডিজাইন এবং ডায়মেনশন আগের মতোই। TVS স্কুটারে ১৯-লিটারের আন্ডার সিট স্টোরেজ, এলইডি টেলল্যাম্পস, সামনে ডে টাইম রানিং লাইট (ডিআরএল), টুইলাইট ল্যাম্প এবং ইউএসবি চার্জার পাওয়া যাবে।

জেস্ট ১০০ স্কুটার আপনাকে টিউবলেস টায়ার অফার করবে, সংস্থা দাবি করে যে এই টায়ারগুলি পিচ্ছিল জায়গাতেও আরও ভাল গ্রিপ দেয়। এই স্কুটারে পাবেন একটি আরামদায়ক চাওড়া সিট।

নতুন টিভিএস জেস্ট ১১০ স্কুটারটিতে ফুয়েল-ইনজেকশন প্রযুক্তি রয়েছে, যাকে বলা হয় টিভিএস ইকোথ্রাস্ট ফুয়েল ইনজেকশন (ইটি-ফাই) প্রযুক্তি। টিভিএসের দাবি, নতুন TVS Zest 110 BS6 স্কুটার আরও ভাল মাইলেজ এবং আরও ভাল পারফরম্যান্স দেবে।