Redmi Note 13 Pro সিরিজের কাছে পাত্তা পাবে না দামী ফ্ল্যাগশিপ ফোন, থাকছে এই বিশেষ ফিচার

রেডমি (Redmi) নিশ্চিত করেছে Note 13 সিরিজ চলতি মাসেই লঞ্চ করা হবে। জনপ্রিয় Note সিরিজের পরবর্তী প্রজন্মের হ্যান্ডসেটগুলি আগামী ২১ সেপ্টেম্বর চীনা বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের তারিখ ঘোষণা করার সাথে সাথে শাওমির সাব-ব্র্যান্ডটি আপকামিং ডিভাইসগুলির বৈশিষ্ট্যগুলিকে টিজ করতে শুরু করেছে। যেমন এখন একটি অফিসিয়াল টিজারে প্রকাশ করা হয়েছে যে উভয় প্রো মডেলেই, অর্থাৎ Redmi Note 13 Pro ও 13 Pro Plus-এ ফ্ল্যাগশিপ ফোনের মতো সেকেন্ড জেনারেশন ১.৫কে হাই-গ্লস আই প্রোটেকশন ডিসপ্লে থাকবে।

Redmi Note 13 Pro সিরিজে থাকবে ফ্ল্যাগশিপের সমতুল্য ১.৫কে রেজোলিউশনের ডিসপ্লে

কোম্পানি জানিয়েছে যে, রেডমি নোট ১৩ প্রো এবং নোট ১৩ প্রো প্লাস-এর ১.৫কে হাই-গ্লস আই প্রোটেকশন ডিসপ্লেতে ১,৮০০ এর পিক ব্রাইটনেস, ১,৯২০ এমএএইচ হাই-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম (PWM) ডিমিং এবং চোখের সুরক্ষার জন্য উচ্চ-উজ্জ্বলতার ডিসি ডিমিং-এর সাপোর্টের জন্য লুমিনেসেন্ট উপকরণ ব্যবহার করা হয়েছে। এছাড়াও, নোট ১৩ প্রো-এর স্ক্রিন চোখের চাপ এবং ক্লান্তি কমানোর জন্য ট্রিপল টিইউভি রাইনল্যান্ড (TUV Rheinland) আই প্রোটেকশন সার্টিফিকেশন পেয়েছে।

জানিয়ে রাখি, রেডমি ইতিমধ্যেই রেডমি নোট ১৩ প্রো এবং নোট ১৩ প্রো প্লাস – উভয় স্মার্টফোনের পোস্টার শেয়ার করেছে, যা এগুলির ডিজাইন সম্পর্কে ধারণা দিয়েছে। রেডমি নোট ১৩ প্রো প্লাস-এ একটি কার্ভড স্ক্রিন রয়েছে, যেখানে প্রো মডেল একটি ফ্ল্যাট স্ক্রিনের সাথে আসবে। উভয় ফোনেই ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে।

এর পাশাপাশি, Redmi Note 13 Pro Plus মডেলটি ওপরের দিকে উঠে থাকা ক্যামেরার রিং সহ লেদার ব্যাক প্যানেলের সাথে আসবে বলে জানা গেছে, যেখানে প্রো মডেলে একটি উত্থিত ক্যামেরা আইল্যান্ডের সাথে একটি গ্লাস ব্যাক থাকবে। Note 13 Pro দুটিতেই ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে, তবে শুধুমাত্র Pro Plus মডেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট থাকবে।

এছাড়াও, Redmi Note 13 Pro+-এ MediaTek Dimensity 7200-Ultra চিপ, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,১২০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে, Note 13 Pro-এ Snapdragon 7 Gen 1 চিপসেট, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে বলে জানা গেছে। রেডমি নিশ্চিত করেছে যে, Redmi Note 13 সিরিজ চীনে ২১ সেপ্টেম্বর লঞ্চ হবে।