Samsung এর কামাল, রাস্তা খুঁজতে এবার ফোনের কভার স্ক্রিনেই চলবে Google Maps!

স্যামসাং (Samsung) তাদের আসন্ন Galaxy Z Flip 5 ফোল্ডেবল ফোনের সেকেন্ডারি ডিসপ্লের জন্য অপ্টিমাইজড অ্যাপ ইন্টিগ্রেট করতে গুগল (Google)-এর সাথে যৌথভাবে কাজ করছে। সাম্প্রতিক প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছিল। আর এখন, জানা গিয়েছে স্যামসাংয়ের আসন্ন ফ্লিপ ফোনের কভার স্ক্রিন থেকেই গুগল ম্যাপস (Google Maps) ব্যবহার করা যাবে। স্যামসাং জুলাইয়ের শেষের দিকে আসন্ন গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে তাদের অন্যান্য নতুন ডিভাইসের সাথে Galaxy Z Flip 5 এবং Z Fold 5 ফোল্ডেবল হ্যান্ডসেট দুটি লঞ্চ করবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Galaxy Z Flip 5-এর কভার স্ক্রিনে চলবে Google Maps

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর পূর্বসূরির তুলনায় সবচেয়ে উল্লেখযোগ্য আপগ্রেড হল রিয়ার প্যানেলে থাকা বড় কভার স্ক্রিন, যা সম্প্রতি ফাঁস হওয়া প্রেস রেন্ডারগুলিতেও দেখা গেছে। সেকেন্ডারি ডিসপ্লেটির আকার সম্ভবত ৩.৪ ইঞ্চি হবে এবং এটি ৭২০ পিক্সেলের রেজোলিউশন সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করতে এতে একটি অভিনব ফোল্ডারের মতো আইকনও দেখা যাবে।

জানিয়ে রাখি, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫-এর সেকেন্ডারি স্ক্রিনে গুগল ম্যাপস-এর ইন্টিগ্রেশনের ফলে এবার থেকে স্যামসাংয়ের ফ্লিপ ফোনের ব্যবহারকারীরা ডিভাইসটি আনফোল্ড না করেই, অ্যাপটি অ্যাক্সেস করতে সক্ষম হবেন। তবে, ম্যাপ কিভাবে সেকেন্ডারি ডিসপ্লেতে কাজ করবে, তা এখনও জানা যায়নি। যেহেতু এটি অ্যাপটির একটি অপ্টিমাইজ করা ভার্সন হবে, তাই এটি সম্পূর্ণ অ্যাপ ইন্টারফেসের বদলে গুরুত্বপূর্ণ নেভিগেশন আপডেট দেখাতে পারে।

ONLEAKS | MEDIAPEANUT.COM

জানিয়ে রাখি, এখনও অবধি বিভিন্ন সূত্রে যা যা তথ্য সামনে এসেছে, তার ওপর ভিত্তি করে বলা যায় যে, Samsung Galaxy Z Flip 5 ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে অফার করবে। ডিভাইসটি কোয়ালকমের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Galaxy Z Flip 5-এ ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৩,৭০০ এমএএইচ ব্যাটারি ইউনিট ব্যবহার করা হবে।