Jio -কে টক্কর দেওয়ার মোক্ষম BSNL প্ল্যান, 107 টাকায় 35 দিন কলিং সহ ডেটা

সস্তায় রিচার্জ করতে চান? বেছে নিতে পারেন BSNL-এর এই পাঁচটি প্ল্যান, দাম শুরু ১০৫ টাকা থেকে।

Reliance Jio, Bharti Airtel-এর মত দেশের প্রাইভেট টেলিকম অপারেটরগুলি যেখানে 5G পরিষেবা নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, সেখানে বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL or Bharat Sanchar Nigam Limited) এখন গ্রাহকদের আকর্ষিত করার জন্য সস্তায় প্রচুর সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান অফার করে চলেছে। এই পদক্ষেপের মাধ্যমেই সরকারি কোম্পানিটি সামগ্রিকভাবে ১০.২৫% মার্কেট শেয়ার ধরে রেখেছে। সেক্ষেত্রে, মূল্যবৃদ্ধির এই সময়ে কেউ যদি দুটি সিম ব্যবহার করতে চান, তাহলে BSNL-এর সিম সেকেন্ডারি কানেকশন হিসেবে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। যাইহোক, আপনারও যদি BSNL-এর একটি সিম থাকে এবং আপনি এই মুহূর্তে রিচার্জ করে সেটির ভ্যালিডিটি বাড়াতে চান, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। কারণ আজ আমরা কিছু ট্রেন্ডিং BSNL প্রিপেইড প্ল্যানের কথা বলব, যেগুলি রিচার্জ করলে আপনি কম খরচে নিজের সিম সচল রাখতে পারবেন। এগুলিতে মিলবে কল, ডেটা, এসএমএস বেনিফিটও।

সস্তায় পুষ্টিকর, ভ্যালিডিটি বাড়াতে রিচার্জ করুন এই ৫টি BSNL প্ল্যান

১. BSNL-এর ১০৫ টাকার প্ল্যান: এই প্ল্যানের বৈধতা ১৮ দিন, এতে ২ জিবি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।

২. BSNL-এর ১০৭ টাকার প্ল্যান: বিএসএনএল এর এই প্ল্যানে ৩৫ দিন ভ্যালিডিটি পাওয়া যায়, সাথে মেলে ৩ জিবি ডেটা, ২০০ মিনিট ভয়েস কলিং ও ফ্রি কলার টিউন

৩. BSNL-এর ১৫৩ টাকার প্ল্যান: তালিকার এই প্ল্যানটির ভ্যালিডিটি ২৮ দিন। এতে আনলিমিটেড ভয়েস কলিং, রোজ ১০০টি করে এসএমএসের সাথে পাওয়া যায় প্রতিদিন ১ জিবি ডেটা ব্যবহারের সুবিধা। এছাড়াও এর রিচার্জকারীরা ২৬ দিনের জন্য বিএসএনএল টিউনসের ফ্রি সাবস্ক্রিপশন পাবেন।

৪. BSNL-এর ১৯৭ টাকার প্ল্যান: এতে আপনারা ৮৪ দিনের ভ্যালিডিটি পাবেন; এছাড়া বেসিক বেনিফিট হিসেবে মিলবে আনলিমিটেড কলিং, প্রতিদিন ২ জিবি ডেটা এবং রোজ ১০০টি করে এসএমএসের সুবিধা। এটি জিং (Zing) অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও অফার করবে।

৫. BSNL-এর ১৯৯ টাকার প্ল্যান: সর্বশেষ যে প্ল্যানটির কথা বলব, তার বৈধতা পুরো একমাস মানে ৩০ দিন। এটি রিচার্জ করলে আপনারা পাবেন দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল এবং ১০০টি এসএমএস/প্রতিদিন।