Google Sheets ব্যবহার করে কিভাবে নিজের জন্য ক্যালেন্ডার বানাবেন

টেবল তথা স্প্রেডশিট প্রস্তুতিতে Google Sheets যে একটি অত্যন্ত কার্যকর এবং উপযোগী অনলাইন অ্যাপ্লিকেশন তা প্রায় সকলেই স্বীকার করবেন। টেবল-ফরম্যাটে ডেটা সংগ্রহ এবং সঞ্চয়ের জন্য সাধারণত এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা হয়। অবশ্য এর বাইরেও Google Sheets -এর আরো বহু কার্যকারিতা রয়েছে। যেমন এই অ্যাপ ব্যবহার করে ইউজার তথ্য সংগ্রহের সাথে তা আদানপ্রদানও করতে পারবেন। আজ্ঞে হ্যাঁ, Google Sheets -এর ফাইল শেয়ারিং প্রযুক্তির মাধ্যমেই একাজ করা সম্ভব হবে। এছাড়া টুলটির (Google Tool) সহায়তায় আগ্রহীরা নিজেদের জন্য ক্যালেন্ডার পর্যন্ত তৈরি করতে পারবেন। কিভাবে তা জানতে হলে প্রতিবেদনটি পড়তে থাকুন।

Google Sheets ব্যবহার করে ধাপে ধাপে এভাবেই নিজের জন্য ক্যালেন্ডার বানিয়ে ফেলুন

১। ডেস্কটপে গুগল ক্রোম থেকে Google Sheets ওপেন করুন।

২। এবার একটি নতুন স্প্রেডশিট বেছে নিন।

৩। ‘File’ ট্যাবে ক্লিক করুন।

৪। মাউস সরিয়ে ‘New’ অপশনে পৌঁছে যান।

৫। এরপর ‘From template gallery’ চয়ন করুন।

৬। বিভিন্ন টেমপ্লেটের মধ্যে থেকে ‘Annual Calender’ বেছে নিতে হবে।

৭। এবার আপনার স্প্রেডশিটে অ্যানুয়াল ক্যালেন্ডার যুক্ত হয়ে যাবে।

সুতরাং Google Sheets টুল ব্যবহার করে সমস্ত দিন এবং তারিখের সঙ্গে স্প্রেডশিটে বার্ষিক ক্যালেন্ডার যোগ করা যে কতখানি সহজ ব্যাপার, উপরের ধাপগুলি থেকে তা পরিষ্কার। শুধুমাত্র ক্যালেন্ডার তৈরিই নয়, উপরন্তু সেটি কাস্টোমাইজ করার ক্ষেত্রেও গুগল শিটস অদ্বিতীয়। এর মাধ্যমে আগ্রহী ইউজার নিজের ইচ্ছানুযায়ী ক্যালেন্ডারের থীম, ফরম্যাট, ডিজাইন ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। এছাড়া ওপরে ডানদিকে বিদ্যমান বড় অক্ষরের ‘Year’ বিকল্প বেছে নিয়ে ক্যালেন্ডারের সাল বা বছর পর্যন্ত বদলে ফেলা যাবে।