ক্যামব্যাকের পথে Vodafone Idea, নয়া প্ল্যানের অনুমোদন দিতে চলেছে কেন্দ্র

SUC, LF পেমেন্ট প্ল্যানের অনুমোদন পেতে চলেছে Vodafone Idea

খুব শীঘ্রই ভারতের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটর Vodafone Idea বা Vi তৃতীয় ত্রৈমাসিকের জন্য বকেয়া লাইসেন্স ফি বা এলএফ (LF) এবং স্পেকট্রাম ইউসেজ চার্জ বা এসইউসি (SUC) প্রদানের জন্য টেলিকম বিভাগের কাছ থেকে অনুমোদন পেতে পারে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, তৃতীয় ত্রৈমাসিক থেকে উত্তোলিত সংবিধিবদ্ধ পাওনার মাত্র ১০% পরিশোধ করেছে টেলিকম সংস্থাটি। তবে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে যে, হালফিলে Vi টেলিযোগাযোগ বিভাগের (Department of Telecommunications বা DoT) কাছে একটি পেমেন্ট প্ল্যান প্রস্তাব করেছে, যা খুব শীঘ্রই অনুমোদিত হতে চলেছে।

SUC, LF পেমেন্ট প্ল্যানের অনুমোদন পেতে চলেছে Vodafone Idea

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, অর্থ প্রদানের জন্য সরকার টেলিকম সংস্থাটির কাছে একটি সম্ভাব্য তারিখ চেয়েছিল। তাই ইদানীংকালে ভিআই একটি পেমেন্ট প্ল্যান নিয়ে এসেছে, যার মধ্যে বকেয়ার ওপর প্রদত্ত সুদের পরিমাণও অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রসঙ্গে ডিওটি-র এক আধিকারিক জানিয়েছেন যে, ভিআই যে পরিকল্পনাটি প্রস্তাব করেছে তা অনুমোদিত হতে পারে, কারণ পুনরায় অর্থ প্রদানের জন্য জরিমানা আর বিদ্যমান নেই। সুতরাং, টেলিকম কোম্পানিটি পর্যায়ক্রমে সুদ সহ বিলম্বিত অর্থ প্রদান করতে পারে।

ডিওটি-র ওই কর্মকর্তা আরও জানিয়েছেন যে, বর্তমানে টেলিকম সংস্থাটি তহবিল সংগ্রহ করতে পারে, কারণ বকেয়াকে ইক্যুইটিতে রূপান্তরিত করা এখন সরকারের পক্ষে সম্ভব। এক্ষেত্রে উল্লেখ্য যে, সরকার এখন ভোডাফোন আইডিয়ার ৩২% শেয়ারের মালিক; তাই টেলিকম দুনিয়ায় সংস্থাটিকে পুরোদমে ফিরিয়ে আনাই হল বর্তমানে কেন্দ্রের মূল লক্ষ্য। সেকারণে ভিআইকে পুনরুজ্জীবিত করতে হালফিলে কেন্দ্র একেবারে উঠেপড়ে লেগেছে। উল্লেখ্য, ২০২৩ অর্থবর্ষের তৃতীয় প্রান্তিকের শেষে ভিআই-এর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২.২৮ লক্ষ কোটি টাকা এবং নগদ ব্যালেন্স মাত্র ১৬০ কোটি টাকা।

নতুন কেনা স্পেকট্রামের উপর সরকার SUC চার্জ নেবে না

প্রসঙ্গত জানিয়ে রাখি, ভারতের সমস্ত টেলিকম সংস্থাগুলিকে তাদের অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ বা এজিআর (AGR)-এর ৮% এলএফ হিসেবে এবং ৩-৪% স্পেকট্রাম ইউসেজ চার্জ (এসইউসি) হিসেবে দিতে হয়। তবে নিলামের সময় কেনা ৫জি (5G) স্পেকট্রাম কোনো এসইউসিকে আকর্ষিত করতে না পারায় বর্তমানে টেলিকম সংস্থাগুলির জন্য এসইউসি হ্রাস পাচ্ছে। উল্লেখ্য যে, টেলিকম কোম্পানিগুলি নতুন যে স্পেকট্রাম কিনবে, তার উপর সরকার এসইউসি চার্জ নেবে না বলে জানা গিয়েছে। মূলত নগদ বিনিয়োগের চাপ থেকে টেলিকম সেক্টরকে মুক্ত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।