Honor 60 SE পাঞ্চ হোল ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে আসছে, ফাঁস হল রেন্ডার

আপনার যদি Xiaomi-র একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার প্ল্যান থাকে, তাহলে এটাই আদর্শ সময়! কারণ সম্প্রতি Amazon India তার প্ল্যাটফর্মে Xiaomi flagship days sale নিয়ে হাজির হয়েছে, যেখানে Xiaomi-র বেশ কয়েকটি প্রিমিয়াম স্মার্টফোন দুর্দান্ত ছাড় এবং ক্যাশব্যাক অফারসহ কেনার সুযোগ পাওয়া যাবে। ডিলগুলি বিদ্যমান Mi 11 সিরিজের স্মার্টফোনগুলিতে উপলব্ধ, যার মধ্যে রয়েছে Xiaomi 11 Lite NE 5G, Mi 11X এবং Mi 11X Pro। এছাড়া, আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে এবং ইএমআই ট্রানজ্যাকশনের মাধ্যমে কেনাকাটা করা হলে গ্রাহকরা ৪,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পেতে পারেন। সেল চলাকালীন বেশ কয়েকটি ফোনে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগও রয়েছে। Amazon-এ এই Xiaomi flagship days sale ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এই সেলে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে Xiaomi 11 Lite NE 5G-এর ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের বেস ভ্যারিয়েন্টটি কিনতে খরচ করতে হবে ২৬,৯৯৯ টাকা। অন্যদিকে, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ২৮,৯৯৯ টাকা। স্মার্টফোনটি চারটি রঙে উপলব্ধ – টাস্কানি কোরাল, ডায়মন্ড ড্যাজল, ভিনাইল ব্ল্যাক এবং জ্যাজ ব্লু।

এই স্মার্টফোনে ফুল এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫৫ ইঞ্চি ১০-বিট অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং এর এসপেক্ট রেশিও ২০:৯। প্যানেলটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য উপস্থিত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরাগুলি হল ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড শ্যুটার এবং ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো শ্যুটার। Xiaomi 11 Lite NE 5G-এর সামনে রয়েছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেন্সর।

চলতি সেলে দুর্দান্ত ছাড়ে উপলব্ধ আর-একটি ফোন হল Mi 11X। শাওমির সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোনটিকে এই বছরের শুরুতে ২৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। তবে চলতি সেলে এটির ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। উপরন্তু, গ্রাহকরা আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ৪,০০০ টাকা ছাড় এবং পুরোনো ফোন এক্সচেঞ্জের ক্ষেত্রে ৫,০০০ টাকা ছাড় পেতে পারেন। স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩৬০ হার্টজ টাচ রেসপন্স সহ ৬.৬৭ ইঞ্চি ই৪ অ্যামোলেড এফএইচডি+ ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড ১১-ভিত্তিক এমআইইউআই ১২ দ্বারা চালিত এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ এসওসি বিদ্যমান। Mi 11X-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এছাড়া, সামনে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও রয়েছে।

আবার, এই সেল চলাকালীন ক্রেতারা ৫,০০০ টাকা এক্সচেঞ্জ অফার এবং ২,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সহ Mi 11X Pro কেনার সুযোগ পাবেন। Mi 11X Pro-এর প্রায় সবকটি ফিচারই Mi 11X-এর মতো, তবে লক্ষণীয় বিষয়টি হল, Mi 11X Pro এসেছে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ এসওসি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার সাথে।
[0:07 pm, 08/12/2021] My No.: চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা Honor তাদের নতুন দুটি স্মার্টফোন দেশীয় বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে একটি হল – Honor X30। এই স্মার্টফোনটি চীনের বাজারে পা রাখবে এ মাসের ১৬ তারিখ। আর অন্য ফোনটি হল Honor 60 SE। Honor 50 SE ফোনের উত্তরসূরিটি কবে বাজারে আসবে তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে লঞ্চের আগে বিশ্বস্ত এক টিপস্টার Honor 60 SE ফোনটির কেস রেন্ডার প্রকাশ্যে আনলেন। এই রেন্ডার থেকে ফোনটির ডিজাইন সম্পর্কে ধারনা পাওয়া গেছে।

Honor 60 SE ফোনের রেন্ডার ফাঁস

টিপস্টার সুধাংশু আম্ভোরে অনর ৬০ এসই ফোনের কেস রেন্ডারগুলি শেয়ার করেছেন। এই রেন্ডার অনুযায়ী, অনর ৬০ এসই স্মার্টফোনটির সামনে পাঞ্চ হোল ডিসপ্লে ও ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট দেখা যাবে। এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপটির সাথে আইফোনের রিয়ার ক্যামেরার সাদৃশ্য থাকতে পারে বলেই অনুমান করা হচ্ছে। অনর ৬০ এসই ফোনের ডানদিকে পাওয়ার বাটন ও ভলিউম রকার্সটি অবস্থান করবে।

এছাড়াও রেন্ডার থেকে প্রকাশ্যে এসেছে, Honor 60 SE ফোনটির ওপরে ধারে দিকে একটি মাইক্রোফোন থাকবে। ফোনের নিম্নাংশে স্পিকার গ্রিল ও ইউএসবি পোর্ট দেখা যাবে। তবে Honor 60 SE ফোনে পূর্বসূরি Honor 50 SE -এর মত ৩.৫ মিমি অডিও জ্যাক না থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে খুব বেশি কিছু এখনও জানা যায়নি। তবে Honor 50 SE ফোনের স্পেসিফিকেশনের ওপর ভিত্তি করে অনুমান করা হচ্ছে, Honor 60 SE ফোনে থাকতে পারে ফুল এইচডি+ ডিসপ্লে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ফোনটিতে দেওয়া হতে পারে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং পাওয়ার ব্যাকআপের জন্য থাকতে পারে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।