বহুদূরের ছবি ও হবে ঝকঝকে, লঞ্চ হল 5G ফোন Realme X3 SuperZoom

চীনা স্মার্টফোন কোম্পানি রিয়েলমি তাদের প্রিমিয়াম ফোন Realme X3 SuperZoom গ্লোবাল মার্কেটে লঞ্চ করলো। এর আগে কোম্পানি তাদের ফ্ল্যাগশিপ ফোন চীন ও ভারতে লঞ্চ করেছিল। তবে এবার কোম্পানি নতুন এই ফ্ল্যাগশিপ ফোন ইউরোপ, ইউকে এর মার্কেটে লঞ্চ করেছে। রিয়েলমি এক্স ৩ সুপারজুমের প্রধান ফিচার হল দূরের জিনিস কে জুম ফিচার ব্যবহার করে কাছে আনা। এছাড়াও এই ফোনে পাবেন স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর, ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬০ এক্স সুপার জুম।

Realme X3 SuperZoom দাম :

রিয়েলমি এক্স ৩ সুপারজুম একটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এর ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৯৯ ইউরো, যা প্রায় ৪১,৫০০ টাকার সমান। ফোনটি আপাতত Realme.com থেকে প্রিঅর্ডার করা যাবে। ফোনটি সাদা ও নীল রঙে পাওয়া যাবে।

Realme X3 SuperZoom স্পেসিফিকেশন :

রিয়েলমি এক্স ৩ সুপারজুম ফোনে ৬.৬ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১৯২০ x ১০৮০ পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্জ। এতে ডুয়েল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রধান ক্যামেরা ৩২ মেগাপিক্সেল। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। ৫জি সাপোর্টের সাথে এই ফোনে পাবেন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর। এতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,২০০ এমএএইচ ব্যাটারি আছে। চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এখানে কোয়াড রিয়ার ক্যামেরা উপলব্ধ। যার প্রধান ক্যামেরা Samsung GW1 সেন্সর সহ ৬৪ মেগাপিক্সেল। এর অ্যাপারচার এফ/১.৮। এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স যেখানে ৫এক্স অপটিক্যাল জুম ও অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে। তৃতীয় ক্যামেরা হিসাবে আছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং চতুর্থ ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। এই ক্যামেরায় ৬০ এক্স সুপারজুম সাপোর্ট করে, যেখানে স্টারি মোড ও উপলব্ধ। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *