বাজারে এল TVS Ntorq 125 এর সুপার স্কোয়াড এডিশন, পাবেন অ্যাভেঞ্জার্স হিরোর গ্রাফিক্স

মার্ভেলের অ্যাভেঞ্জার্স সিরিজের ভক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুঃসাধ্য। এতদিন ধরে আমরা আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং ব্ল্যাক প্যান্থারের ছবিযুক্ত টি শার্ট বলুন বা ফোন কভার অথবা পোস্টার কিনে এসেছি। এখন যদি বলা হয় প্রিয় অ্যাভেঞ্জার্স হিরোর গ্রাফিক্স যুক্ত স্কুটারও আপনি এবার কিনতে পারবেন। সেক্ষেত্রে খবরটা একটু চমকানোর মতোই।

গতকালই টিভিএসের জনপ্রিয় স্কুটার Ntorq-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি টিজার আপলোড করা হয়েছিল। তারপরই স্পষ্ট হয়ে যায়, মার্ভেল সুপারহিরো থিমের ওপর ভিত্তি করে Ntorq এর নতুন ভ্যারিয়েন্টে লঞ্চ হতে চলেছে। সেইমতোই TVS আজ আনুষ্ঠানিকভাবে তাদের জনপ্রিয় Ntorq 125 স্কুটারের Super Squad এডিশান বাজারে আনার কথা ঘোষণা করলো। আয়রন ম্যান, ব্ল্যাক প্যান্থার এবং ক্যাপ্টেন আমেরিকার গ্রাফিক্সযুক্ত Ntorq-এর এই Super Squad এডিশান ইনভিন্সিবল রেড (Invincible Red), স্টিলথ ব্ল্যাক (Stealth Black) এবং কম্ব্যাট ব্লু (Combat Blue) রঙে উপলব্ধ হবে।

Ntorq 125 Super Squad Edition-এর দাম রাখা হয়েছে ৭৭, ৮৬৫ টাকা। এটি এখনো পর্যন্ত Ntorq সিরিজের সবচেয়ে দামী মডেল৷ এই এডিশানে ক্রেতারা আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং ব্ল্যাক প্যান্থারের আকর্ষণীয় গ্র্যাফিক্স পাবেন। Invincible Red ভার্সানে ম্যাট রেড কালার এবং গোল্ডেন ও গ্রে অ্যাকসেন্টে আয়রন ম্যানের ফ্ল্যাইং স্যুটের রঙের অনুকরণে স্কুটারকে সাজিয়ে তোলা হয়েছে। Stealth Black-এ স্কুটারকে ব্ল্যাক প্যান্থারের বডি স্যুটের মতো জেট ব্ল্যাক এবং পার্পেল অ্যাকসেন্টে অলংকৃত করা হয়েছে। অপরদিকে Combat Blue রঙের এই স্পেশাল এডিশানে স্কুটারের সাইড প্যানেলের ফ্রন্ট অ্যাপরনে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড চিত্রায়িত করা হয়েছে। তিনটি ভ্যারিয়েন্টেই থাকবে অ্যাভেঞ্জার্স ব্যাজিং৷

উল্লেখ্য আকর্ষণীয় গ্রাফিক্সের সাথে নতুর রঙ সংযুক্ত হওয়া ব্যতীত TVS Ntorq Super Squad এডিশানে কোনোপ্রকার পরিবর্তন করা হয় নি। স্ট্যান্ডার্ড মডেলের মতই এতে থাকছে ১২৪.৮ সিসি এয়ার কুলড, ফুয়েল ইঞ্জেকটেড ইঞ্জিন। যা ৯.১ বিএইচপি শক্তি এবং ১০.৫ এনএম টর্কের আউটপুট দেয়।

এতে থাকছে Ntorq 125-এর Race Edition স্কুটারের মতো ফিচার৷ আরোহী পাবেন ব্লূটুথযুক্ত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার৷  TVS Connect অ্যাপের মাধ্যমে স্কুটারের সাথে ফোন কানেক্ট করা যাবে৷ TVS জানিয়েছে, অ্যাভেঞ্জার্সের চরিত্র অনুয়ায়ী অ্যাপের ইউজার ইন্টারফেস কাস্টোমাইজ করা থাকবে৷

স্কুটারটি চলবে ১২ ইঞ্চির ডায়মন্ড কাট এলয় হুইলে৷ সুরক্ষিত যাত্রার জন্য থাকছে ২২০ এমএম ফ্রন্ট ডিস্ক ব্রেক৷ যুবসমাজের কথা মাথায় রেখে আনা Ntorq Super Squad Edition অ্যাভেঞ্জার্স প্রেমী অথবা জনসাধারণ সবারই যে নজর কাড়বে তা আর বলার উপেক্ষা রাখে না৷ এবার এটাই দেখার বিষয় ,ভবিষ্যতে অন্যান্য সুপারহিরোদের থিম যুক্ত স্কুটার নিয়ে TVS হাজির হয় কিনা৷