Xiaomi 12 আসছে সিরামিক বডি, Snapdragon 898 প্রসেসর ও 5,000mAh ব্যাটারির সাথে

Xiaomi তাদের নতুন ফ্ল্যাগশিপ সিরিজ Xiaomi 12 (Mi 12) চলতি বছরের শেষে লঞ্চ করতে পারে। এই সিরিজের ফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও কোয়ালকমের আপকামিং স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর থাকবে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি ফোনগুলি ব্র্যান্ড নিউ ডিজাইন সহ আসবে বলে জল্পনা রয়েছে। এখন নতুন একটি রিপোর্টে Xiaomi 12 সিরিজ সম্পর্কে আরও কিছু তথ্য সামনে এসেছে।

Mydrivers এর রিপোর্ট অনুযায়ী, Mi 11 সিরিজের তুলনায় Xiaomi 12 সিরিজ আরো হালকা ও পাতলা হবে। এই সিরিজের Xiaomi 12 ফোনে ডুয়েল কোর মেটেরিয়াল ও ডিজাইন স্কিম ব্যবহার করা হবে। আবার ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। অর্থাৎ বড় ব্যাটারি থাকলেও এই ফোনে পাতলা বডি দেখা যাবে।

এছাড়া এতে সিরামিক ব্যাক প্যানেল থাকবে। যদিও এটি প্রথমবার শাওমির ফ্ল্যাগশিপ ফোনে ব্যবহার হচ্ছে এমন নয়, এর আগে Mi MIX 4 ফোনটি সিরামিক বডি সহ এসেছিল।

উল্লেখ্য, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন কিছুদিন আগে জানিয়েছিলেন, আরও ভালো দৃশ্যমানতা প্রদান করার জন্য শাওমি ১২ ফোনে সরু বেজেল ও চিন থাকবে। আবার এটি উচ্চ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করবে। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৯৮ প্রসেসর ব্যবহার করা হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন