Realme C21 আজই নিজের করুন, দাম শুরু ৭৯৯৯ টাকা থেকে

Realme C21 আজ প্রথমবার ফ্ল্যাশ সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। এই ফোনটি গত সপ্তাহে রিয়েলমি সি ২০ ও রিয়েলমি সি ২৫ এর সাথে লঞ্চ হয়েছিল। ফোনটির দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার ‌কম। তাই আপনি যদি কোনো বাজেট ফোন খুঁজে থাকেন তাহলে রিয়েলমি সি ২১ আজ কিনতেই পারেন। এই ফোনে আছে মিনি ড্রপ নচ ডিসপ্লে, অক্টা কোর প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

Realme C21 এর সেল, দাম ও অফার

আজ দুপুর ১২টায় Flipkart ও Realme.com থেকে ফোনটির সেল শুরু হবে। দামের কথা বললে, রিয়েলমি সি ২১ এর ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ কেনা যাবে ৭,৯৯৯ টাকায়। আবার ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মূল্য রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। ফোনটি ক্রস ব্ল্যাক ও ক্রস ব্লু কালার সহ এসেছে।

সেল উপলক্ষ্যে Realme C21 এর ওপর ফ্লিপকার্টে ব্যাংক অফারের ফায়দা নেওয়া যাবে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড গ্রাহকরা ৫ শতাংশ ছাড় পাবেন। এই ফোনের নো কস্ট ইএমআই শুরু হবে ১,৩৩৪ টাকা থেকে।

Realme C21 এর স্পেসিফিকেশন

রিয়েলমি সি ২১ ফোনটি ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) মিনি ড্রপ নচ ডিসপ্লে সহ এসেছে। এই ডিসপ্লে TUV Rheinland সার্টিফিকেশন প্রাপ্ত। এই ফোনে অক্টা কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আমার এতে আছে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

ক্যামেরার কথা বললি, Realme C21 ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আবার সামনে নচের মধ্যে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন