Samsung Galaxy A14 5G লঞ্চ হবে শীঘ্রই, কী ফিচার অফার করবে এই ফোন

বিগত কয়েকমাস ধরেই জল্পনা চলছে যে, জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং (Samsung) তাদের একটি নতুন A-সিরিজের হ্যান্ডসেটের ওপর কাজ করছে। এই মডেলটি Galaxy A14 5G নামে বাজারে আত্মপ্রকাশ করবে বলেও জানা গেছে। অনলাইন এই ফোনটির সম্পর্কে একাধিক তথ্যও ইতিমধ্যেই ফাঁস হয়েছে। আর এখন, ডিভাইসটি ভারতের বিআইএস (BIS) এবং থাইল্যান্ডের এনবিটিসি (NBTC)-এর মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন সাইটগুলি থেকে অনুমোদন লাভ করেছে, যা Galaxy A14 5G-এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দিয়েছে। এর পাশাপাশি, এই সার্টিফিকেশনগুলি আসন্ন স্যামসাং ফোনটির সম্পর্কে আর কি কি তথ্য প্রকাশ করলো, চলুন জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A14 5G উপস্থিত একাধিক সার্টিফিকেশন সাইটে

স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি এ১৪ ৫জি মডেলটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর সাইটে তালিকাভুক্ত হয়েছে। টিপস্টার মুকুল শর্মা এই খবরটি টুইটারে শেয়ার করেছেন। তার টুইটে দুটি সার্টিফিকেশন সাইটের তালিকার স্ক্রিনশটও রয়েছে। এনবিটিসি তালিকায়, গ্যালাক্সি ১৪ ৫জি-কে SM-A146P/DSN মডেল নম্বরের সাথে দেখা গেছে।

অন্যদিকে, বিআইএস ডেটাবেসে ডিভাইসটি SM-A146B/DS মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। তবে, মডেল নম্বর ছাড়া এই দুই সার্টিফিকেশন সাইটে গ্যালাক্সি এ১৪ ৫জি সম্পর্কে আর কোনও তথ্য শেয়ার করা হয়নি। যদিও, পূর্ববর্তী কিছু রিপোর্টের মাধ্যমে ফোনটির কয়েকটি মূল স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। মনে করা হচ্ছে, ডিভাইসটি দুটি ভিন্ন প্রসেসর সংস্করণে লঞ্চ হবে। মার্কিন বাজারে এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত হবে। আর বিশ্বের অন্যান্য দেশের মার্কেটে গ্যালাক্সি এ১৪ ৫জি কোম্পানির নিজস্ব মিড-রেঞ্জের এক্সিনস প্রসেসরের সাথে লঞ্চ হবে।

এছাড়া, Samsung Galaxy A14 5G-তে বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ফোনটির সামনে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলেও জানা গেছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন অফার করবে। আবার ফটোগ্রাফির জন্য, ফোনটির রিয়ার প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। আর সামনে ওয়াটার ড্রপ নচের ভেতরে একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *