ছয় বছরের রেকর্ড ভাঙল মাত্র 24 মাসেই, ভারতে গাড়ি বিক্রির নতুন নজির এই সংস্থার

ভারতে প্রিমিয়াম প্যাসেঞ্জার ভেহিকেলের নির্মাতা হিসেবে স্কোডা অটো (Skoda Auto) সুপরিচিত। তাদের বেশ কয়েকটি মডেল জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। যার প্রমাণ এবার মিলল হাতেনাতে। ভারতে গত দু’বছরে এক লক্ষ গাড়ি বিক্রির কথা ঘোষণা করল স্কোডা। Kushaq ও Slavia গাড়ি দুটির জনপ্রিয়তার কাঁধে ভর করে মাত্র ২৪ মাসেই এই সাফল্যের মুখ দেখেছে সংস্থা। নতুন প্রজন্মের গাড়ি দুটি সংস্থার MQB-A0-IN নতুন প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে এসেছে।

Skoda দু’বছরে ১ লাখ গাড়ি বিক্রি করল

এই নয়া প্ল্যাটফর্ম ভারতীয়দের কাছে সাদরে গৃহীত হয়েছে। ফলে মাত্র দু’বছরেই এই এক লক্ষ ইউনিট বিক্রির মাইলস্টোন স্পর্শ করতে পেরেছে সংস্থা। আগে যেখানে ১ লাখ ইউনিট বিক্রি করতে ছয় বছর সময় লেগে গিয়েছিল। ২০২৩-এর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ৪৮,৭৫৫ ইউনিট গাড়ি বিক্রি করতে পেরেছে স্কোডা। ২০২২-এ এই সংখ্যাটি ছিল ৫৩,৭২১ ইউনিট।

বিক্রি বৃদ্ধির প্রসঙ্গে স্কোডা অটো ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর পিটার জানেবা বলেন, “২০২২-এ উচ্চ রেকর্ডের পর ২০২৩-এও সেই ধারা বজায় রাখা আমাদের জন্য ছিল অতি গুরুত্বপূর্ণ।” জানিয়ে রাখি, ২০২৩ এর শেষে ভারতে ২৬০টির কাছাকাছি টাচপয়েন্ট খুলেছিল স্কোডা। এদেশ থেকে জিসিসি (গাল্ফ কোঅপারেশন কাউন্সিল) গোষ্ঠীভুক্ত দেশগুলিতে গাড়ির রপ্তানি বাড়িয়েছে। আবার গত বছর ভিয়েতনামে গাড়ির রপ্তানি শুরু করেছে কোম্পানি।

স্কোডা অটো ২০২৪-এ ভারতে বেশ কয়েকটি নতুন গাড়ি লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। অল ইলেকট্রিক মডেল হিসেবে সর্বপ্রথম Enyaq গাড়িটি হাজির করতে পারে কোম্পানি। একটি সাব-কম্প্যাক্ট এসইউভি-র উপর কাজ চালাচ্ছে কোম্পানি। আবার সুদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে বিক্রিত নতুন প্রজন্মের Kodiaq লঞ্চ করবে সংস্থা। এ বছর ফেব্রুয়ারিতে আপডেটেড Octavia-এর উপর থেকে পর্দা সারাতে চলেছে স্কোডা।