হিটিং সমস্যার সমাধান করতে OnePlus 9 Pro ফোনে এল নতুন আপডেট

গ্রাহকদের সন্তুষ্ট করতে, এক সপ্তাহের মধ্যেই OnePlus 9 Pro স্মার্টফোনের হিটিং ইস্যুর সমাধান নিয়ে হাজির হল OnePlus। রিপোর্ট অনুযায়ী, জনপ্রিয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন নির্মাতা সংস্থাটি সম্প্রতি তার এই নতুন প্রিমিয়াম ফোনটির জন্য OxygenOS-এর একটি নতুন আপডেট (ভার্সন ১১.২.৩.৩) রোলআউট করেছে, যা ইন্সটল করার পর হ্যান্ডসেটটিতে হিটিং ইস্যু বা অতিরিক্ত গরম হওয়ার প্রবনতা আর পরিলক্ষিত হবে না বলেই ব্র্যান্ডের তরফে দাবি করা হয়েছে। আবার ইতিমধ্যে এই আপডেটটি ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে বলেই জানিয়েছেন OnePlus-এর এক এক্সিকিউটিভ।

যারা জানেন না তাদের বলে রাখি, লেটেস্ট OnePlus 9 সিরিজের প্রিমিয়াম মডেলটির অর্থাৎ OnePlus Pro-এর এই মাসের ১লা তারিখে প্রথম সেল অনুষ্ঠিত হয়। কিন্তু ফোনটি হাতে পাওয়ার পর অনেক ইউজারই অভিযোগ করেন যে, এই দামী ফোনটিতে অত্যধিক গরম হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। মূলত মোবাইল ক্যামেরা ঘাঁটাঘাঁটি করলেই এটিতে ওভারহিটিং ওয়ার্নিং প্রদর্শিত হচ্ছে – এমন অভিযোগে ভরে গিয়েছিল OnePlus-এর অফিসিয়াল ফোরাম।

তবে এখন, OnePlus OxygenOS-এর প্রোডাক্ট লিড OnePlus 9 Pro ফোরাম পেজের মাধ্যমে জানিয়েছেন যে, ফোনটির অকারণে গরম হয়ে ওঠার সমস্যার নিষ্পত্তির জন্য সংস্থাটি গত সপ্তাহেই ভারতীয় মার্কেটে লেটেস্ট ফার্মওয়্যার আপডেট (ভার্সন ১১.২.৩.৩) প্রকাশ করেছে। তাছাড়া, সংস্থাটি তাপমাত্রা বৃদ্ধির পেছনের অন্তর্নিহিত কারণগুলিও চিহ্নিত করেছে এবং উক্ত আপডেটের পর সমস্যার সমাধান হয়েছে বলে জানা গিয়েছে। এই সপ্তাহের শেষের দিকে আপডেটটি উত্তর আমেরিকা এবং ইউরোপীয় ডিভাইসগুলিতে পৌঁছে যাবে – এমনটাই ঘোষণা করেছে সংস্থা। সেক্ষেত্রে এই আপডেটের পর, এটি আরও একটি OTA (ওভার-দ্য এয়ার) আপডেট রোলআউট করবে যা ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণ, ফটো-ভিডিও ক্যাপচার ও ব্যাটারি ব্যাকআপ সহ সামগ্রিক পারফরম্যান্স আরও উন্নত করবে বলে OnePlus-এর তরফে দাবি করা হয়েছে।

এই প্রসঙ্গে বলে রাখি, OnePlus তার সর্বশেষ OxygenOS আপডেটটি ইতিবাচক ফলাফল পেয়েছে বলে দাবি করলেও, এখনো কিছু ইউজার দাবি করছেন তারা ফোনের দৈন্য অবস্থার কোনো উন্নতি লক্ষ্য করেননি। তাছাড়া এই আপডেটটিতে ডিভাইসের সিকিউরিটি প্যাচও আপগ্রেড হয়নি। সেক্ষেত্রে, দ্বিতীয় OTA আপডেটে এই সমস্ত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন