ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশুনার জন্য দুটি চ্যানেল আনলো Airtel Digital TV

এবছর লকডাউনের কারণে অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি শিক্ষাব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও শিক্ষা প্রদানের বিভিন্ন বিকল্প ব্যবস্থাও উঠে এসেছে এই সময়ে। বিভিন্ন স্কুলের পক্ষ থেকে ডিজিটাল মাধ্যমে ক্লাস করানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কিন্তু উপযুক্ত স্মার্টফোন না থাকার কারণে অনেক শিশু এই শিক্ষা ব্যবস্থার থেকে বঞ্চিত রয়েছে, এমন দৃষ্টান্তও কম নয়। আর সেকারণেই ডিজিটাল মাধ্যমের বিকল্প হিসাবে টেলিভিশনের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা চালু করা হয়েছে। সম্প্রতি এমনই একটি প্রয়াস গ্রহণ করেছে Airtel Digital TV এবং অনলাইন পড়াশোনার প্ল্যাটফর্ম Vedantu। উভয়ে মিলে এয়ারটেল ডিজিটাল টিভিতে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি অব্দি ছাত্র-ছাত্রীদের জন্য Vedantu Masterclasses নামে দুটি টিভি চ্যানেল লঞ্চ করেছে। এই দুই চ্যানেলের নম্বর ৪১৭ ও ৪১৮। গোটা ভারতে এয়ারটেল ডিজিটাল টিভির ১৭ মিলিয়ন গ্রাহক রয়েছে। ফলে এই উদ্যোগে উপকৃত হবে অনেকেই। আর চ্যানেলদুটি সবার জন্য যাতে সহজলভ্য হয় তাই দামও খুব কম রাখা হয়েছে। এই দুটি চ্যানেলের দাম দৈনিক ৪ টাকা মাত্র।

এই দুটি চ্যানেলে ক্লাস করাবেন IIT এবং AIIMS-এর স্নাতকরা। এখানে অংক ও বিজ্ঞান বিষয়ের ওপর কনটেন্ট পাওয়া যাবে। এছাড়াও শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি এবং হিন্দি দুটি ভাষাই ব্যবহার করা হবে। ভবিষ্যতে আরও আঞ্চলিক ভাষার কনটেন্ট যোগ করার পরিকল্পনা রয়েছে দুই কোম্পানির।

উল্লেখ্য দুটি চ্যানেলেই ১১ ঘণ্টার নতুন ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট দৈনিক হারে ছাত্রদের জন্য উপলব্ধ থাকবে। সেই সঙ্গে প্রতিদিন কনটেন্টের রিপিট টেলিকাস্ট হবে যাতে যদি কেউ ক্লাস মিস করে থাকে তাহলে আবার সেটি দেখতে পারে। আরেকটি মজার বিষয় হল, এই ক্লাসগুলি হবে ইন্টারঅ্যাকটিভ ধরনের। ক্লাসের মধ্যে কিছু প্রশ্ন করা হবে যার উত্তর টিভি রিমোটের বোতাম প্রেস করে দেওয়া যাবে। ফলে ছাত্রদের পক্ষেও ক্লাসগুলি সম্পূর্ণ একঘেয়ে মনে হবে না।

এয়ারটেল DTH বিজনেসের সিইও এবং ডাইরেক্টর সুনীল তালদার এ প্রসঙ্গে বলেছেন, “টিভির মাধ্যমে অত্যন্ত সাশ্রয়ী এবং সহজলভ্য উচ্চমানের শিক্ষা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য Vedantu-র পার্টনার হতে পেরে আমরা খুব খুশি। টিভি স্ক্রিন এখন নিছক বিনোদনকে ছাড়িয়ে ইন্টারঅ্যাকটিভ শিক্ষা এবং শিখন প্রদানের একটি সুরক্ষিত উপায় হয়ে উঠছে এই অস্থির সময়ে।”