Honda City Hybrid: পেট্রল ফুরিয়ে গেলেও দৌড়বে ব্যাটারিতে, হন্ডা সিটি হাইব্রিড ১৪ এপ্রিল ভারতে পা রাখছে

সাবেকি জ্বালানির পাশাপাশি বিদ্যুতে চলার ব্যবস্থা থাকে বলে বর্তমানে হাইব্রিড (পেট্রল+ব্যাটারি) গাড়ি ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে। ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখে ভারতে এই ধরনের নতুন গাড়ি উন্মোচন করার কথা ঘোষণা করল জাপানের বহুজাতিক সংস্থা হন্ডা (Honda)। তারা আগামী ১৪ এপ্রিল দেশে City e:HEV এর উপর থেকে পর্দা সরাবে বলে জানিয়েছে। যা আসলে সংস্থার সিটি মডেলের হাইব্রিড সংস্করণ‌।

Honda City e:HEV গ্রাহকদের বেশ শক্তিশালী হাইব্রিড ইলেকট্রিক কনফিগারেশন অফার করবে বলে মনে করা হচ্ছে‌। ভারতে এটির অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও ঘোষণা হয়নি। তবে অনুমান, মে মাস থেকেই গাড়িটি বাজারে পাওয়া যাবে।

Honda City e:HEV কম গতিতে স্বল্প দূরত্ব সফর করার জন্য সম্পূর্ণ ব্যাটারির উপর নির্ভরশীল হয়ে দৌড়তে সক্ষম। আবার পরিস্থিতি আসলে হাইব্রিড সিস্টেম ইলেকট্রিক মোটরের সাথে পেট্রল ইঞ্জিনের কম্পিনেশনে বা শুধু পেট্রল ইঞ্জিনেই গাড়ি ছোটাতে পারে। এর ফলে কালো ধোঁয়ার নির্গমন কমার পাশাপাশি তেলের সাশ্রয় ঘটবে। সংস্থা কিছু না জানালেও Honda City e:HEV এর মাইলেজ ১৮-২০ কিলোমিটারের আশেপাশে থাকবে বলে আশা করা যায়।

Honda City e:HEV হাইব্রিড গাড়ি ১.৫ লিটার, ফোর-সিলিন্ডারযুক্ত পেট্রল ইঞ্জিনে চলবে। এতে দু’টি ইলেকট্রিক মোটর এবং একটি লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকবে। পেট্রল ইঞ্জিনটির ক্ষমতা ৯৭ বিএইচপি ও টর্ক ২৫৩ এনএম। আবার ইলেকট্রিক পাওয়ারট্রেনের সঙ্গে সংযুক্ত করলে আউটবেট বেড়ে দাঁড়াবে ১০৮ বিএইচপি এবং ২৫৩ এনএম।

Honda City এর পেট্রল/ডিজেল সংস্করণের তুলনায় তার হাইব্রিড সংস্করণ আরও বেশি ফিচার, সেফটি, এবং উন্নততর প্রযুক্তি অফার করবে‌ Honda City e:HEV এর দাম ১৮ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা যায়।