এক রিচার্জেই এক বছর, Jio দিচ্ছে ৮৬৬ টাকায় আনলিমিটেড কল ও ডেটা

Airtel, Vi-এর মতো টেলিকম কোম্পানিগুলির প্রিপেইড প্ল্যান যেমন সমস্ত ধরনের ফোন ইউজারেরা ব্যবহার করতে পারেন, Reliance Jio (রিলায়েন্স জিও)-এর ক্ষেত্রে কিন্তু তা নয়। সংস্থার JioPhone (জিওফোন)- ব্যবহারকারীদের জন্য স্মার্টফোন ব্যবহারকারীদের তুলনায় সাশ্রয়ী মূল্যের প্ল্যান নিয়ে আসা হয়েছে। উদাহরণ স্বরূপ, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য যেখানে Reliance Jio-র বার্ষিক প্রিপেইড প্ল্যান শুরু হয় ১,৫৯৯ টাকা থেকে, সেখানে JioPhone ব্যবহারকারীরা ১,০০০ টাকার কম খসিয়েও ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবেন। আসুন JioPhone-এর এই প্ল্যান সম্পর্কে বিশদ জেনে নিই…

JioPhone অল-ইন-ওয়ান বার্ষিক প্ল্যানের খুঁটিনাটি

এই মুহূর্তে জিওফোনের অল-ইন-ওয়ান বার্ষিক প্ল্যানের বৈধতা ৩৩৬ দিন এবং এর দাম ৮৯৯ টাকা। এই প্ল্যানটিতে প্রতি ২৮ দিনের জন্য ২ জিবি করে ডেটা অর্থাৎ মোট ২৪ জিবি ডেটা পাওয়া যায়। এর সঙ্গে থাকে যেকোনো নম্বরে আনলিমিটেড কলিং এবং ৬০০টি এসএমএসও করার সুবিধা। অতিরিক্তভাবে গ্রাহকরা এই প্ল্যান রিচার্জ করলে জিও অ্যাপের কমপ্লিমেন্টরি সাবস্ক্রিপশন পাবেন।

তবে যদি কেউ এই প্ল্যান রিচার্জ করতে না চান, তাহলেও কুছ পরোয়া নেই! কারণ জিওফোন অল-ইন-ওয়ান প্ল্যানের অধীনে আরও অন্যান্য প্ল্যানও অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলির দাম ৭৫ টাকা, ৯১ টাকা, ১২৫ টাকা, ১৫২ টাকা, ১৮৬ টাকা এবং ২২২ টাকা।

সুবিধার কথা বললে, ৭৫ টাকার প্ল্যানে প্রতিদিন ০.৫ জিবি ডেটা সহ ২৩ দিনের বৈধতা পাওয়া যায়। আবার ৯১ টাকার প্ল্যানে ২৮ দিনের বৈধতার সাথে প্রতিদিন ০.১ জিবি ডেটা এবং কলিংয়ের বেনিফিট মেলে। ১২৫ টাকা ও ১৫২ টাকার প্ল্যানদুটি প্রতিদিন ০.৫ জিবি ডেটা সরবরাহ করে, এদের বৈধতা যথাক্রমে ২৩ দিন ও ২৮ দিন। এছাড়া ১৮৬ টাকার প্ল্যানের বৈধতা ২৮ দিন, যাতে প্রতিদিন ১ জিবি ডেটা পাওয়া যায়। একইভাবে ২২২ টাকার প্ল্যানের বৈধতা ২৮ দিন হলেও, এটি প্রতিদিন ২ জিবি করে ডেটা অফার করে। প্রত্যেকটি প্ল্যানের সাথে আনলিমিটেড কলিংয়ের সুবিধা উপলব্ধ।