Simple Energy এর হাই-প্রোফাইল Simple One ইলেকট্রিক স্কুটারে জুন থেকেই চড়া যাবে, প্রথম বছরে 1 লাখ বিক্রির লক্ষ্য

২০২১-এর ১৫ আগস্ট, ভারতের জনগণ একসাথে দুটি সংস্থার বৈদ্যুতিক স্কুটার লঞ্চের সাক্ষী ছিল। একটি হল Ola S1 ও S1 Pro এবং অপরটি Simple One। গত বছর ডিসেম্বর থেকে Ola তাদের স্কুটার গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। এদিকে বহু গ্রাহক Ola S1 ও S1 Pro ইলেকট্রিক স্কুটার দুটির ফিচার এবং গুণগত মান সম্পর্কে বিভিন্ন অভিযোগ করেছে। কিন্তু ‘সবুরে মেওয়া ফলে’-তে বিশ্বাসী Simple Energy গ্রাহকদের থেকে আরও কিছুদিন সময় নিয়েছে, যাতে তাদের পণ্যের গুণগত মান নিয়ে কেউ আঙুল তুলতে না পারে। সংস্থাটি জানিয়েছে মে-তে তারা Simple One-এর টেস্ট ড্রাইভ চালু করবে, এবং তার পরের মাস অর্থাৎ জুন থেকে সেগুলি গ্রাহকদের ডেলিভারি করা হবে।

এদিকে, পরবর্তী অর্থবর্ষে (২০২২-২০২৩) ১,০০,০০০ টি বৈদ্যুতিক স্কুটার বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছে সিম্পল এনার্জি (Simple Energy)। কোম্পানি সূত্রে খবর, বর্তমানে তাদের তামিলনাড়ুর হোসুরের কারখানাটির বার্ষিক ২ লক্ষ ইলেকট্রিক স্কুটার উৎপাদনের ক্ষমতা রয়েছে। আবার গত বছর আগস্ট থেকে এখনও পর্যন্ত মোট ৫০ হাজার বুকিং পেয়েছে Simple One। যেগুলির এক্স শোরুম মূল্য ১.১০ লক্ষ টাকা।

ভারত একটি ‘মূল্য সংবেদনশীল’ দেশ। তাই Simple Energy অপেক্ষাকৃত কম দামের বৈদ্যুতিক স্কুটার লঞ্চ করবে বলে জানিয়েছে৷ ৬৫,০০০-৮৫,০০০ টাকা মূল্যের স্কুটারগুলি এ বছরের শেষের দিকে লঞ্চের মুখ দেখতে পারে বলে অনুমান করা হচ্ছে। এ প্রসঙ্গে সংস্থার প্রতিষ্ঠাতা সুহাস রাজকুমার (Suhas Rajkumar) বলেন, “আমরা প্রথমে Simple One-এর ডেলিভারির লগ্ন ২০২২-এর ফেব্রুয়ারি বা মার্চে স্থির করেছিলাম। কিন্তু সাপ্লাই চেন আরও মজবুত করা দরকার ছিল৷ তাই জুন থেকে Simple One-এর ডেলিভারি শুরু হবে। আমরা আশা করছি বর্তমানের বুকিংগুলি আগামী ৩-৪ মাসের মধ্যেই ডেলিভারি দিতে পারব।”

আর ক’সপ্তাহের মধ্যেই সংস্থার হোসুরের কারখানায় ই-স্কুটারটির উৎপাদন চালু হবে৷ এই প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা ১০ লক্ষ ইউনিট। আবার ধর্মাপুরীতে ৬০০ একর জমির উপর বিশ্বের বৃহত্তম ই-স্কুটার কারখানা গড়তে তামিলনাড়ু সরকারের সঙ্গে মৌ সাক্ষর করেছে সিম্পল এনার্জি। এখানে আগামী পাঁচ বছর ধরে ২৫০০ কোটি টাকা লগ্নি করবে বলে ঘোষণা করেছে তারা।