Xiaomi, Apple, Samsung এর স্মার্টফোনের ওপর নজরকাড়া ছাড় মিলবে Amazon Prime Day সেলে

গত সপ্তাহে ই-কমার্স জায়ান্ট Amazon India (অ্যামাজন ইন্ডিয়া) তাদের সবচেয়ে বড় সেল, Prime Day 2021 (প্রাইম ডে ২০২১) এর তারিখ ঘোষণা করেছে। ভারতে এই সেল অনুষ্ঠিত হবে ২৬ জুলাই এবং ২৭ জুলাই – এই দুই দিন। উল্লেখ্য, ইতিমধ্যেই অ্যামাজন প্রাইম ডে ২০২১ গত ২১ ও ২২ জুন মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, স্পেন এবং সিঙ্গাপুরের মতো একাধিক দেশে অনুষ্ঠিত হয়ে গেছে। তবে ভারতে করোনার বাড়বাড়ন্তের কারণে সেলের তারিখ পিছিয়ে দেওয়া হয়। এই সেলে কেবল প্রাইম মেম্বাররাই অংশগ্রহণ করতে পারবেন; তাই সাধারণ ইউজারদের সেলটি অ্যাক্সেসের জন্য প্রাইম সাবস্ক্রিপশন প্রয়োজন হবে। আসুন Amazon Prime Day এর অফার ও ডিলগুলি জেনে নিই।

Amazon Prime Day 2021 এর অফার

অ্যামাজন এখনও আসন্ন প্রাইম ডে সেলে উপলব্ধ ডিল এবং ছাড়গুলি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ করেনি। তবে টিজার থেকে জানা গেছে যে, অ্যামাজন নো-কস্ট EMI অপশন এবং এক্সচেঞ্জ অফারসহ মোবাইল এবং অ্যাক্সেসরিজে ৪০% পর্যন্ত ছাড় দেবে। প্রিমিয়াম স্মার্টফোনগুলি ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়সহ উপলব্ধ হবে। লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির জন্য প্রতি মাসে ৬,৭৯৯ টাকার এবং সর্বাধিক বিক্রিত (বেস্ট-সেলিং) স্মার্টফোনগুলির জন্য প্রতি মাসে ১,৪৯৯ টাকার EMI অপশনের সুবিধা পাওয়া যাবে।

অ্যামাজন প্রাইম ডে সেলে অ্যাক্সেসরিজগুলির দাম শুরু হবে মাত্র ৬৯ টাকা থেকে। আবার HDFC ব্যাংকের ডেবিট এবং ক্রেডিট কার্ড এবং EMI ট্রানজ্যাকশনে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে।

Xiaomi

Xiaomi-র ফোনগুলির মধ্যে সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 10S, এবং সেইসাথে Redmi Note 10 Pro Max এবং Redmi Note 10-ও এই সেলে বিশেষ ছাড়ে পাওয়া যাবে। Amazon, ক্রেজি ডিলের অধীনে Redmi 9A, Redmi 9 এবং Redmi 9 Power-কে তালিকাভুক্ত করেছে। Mi 11X 5G এবং Mi 10i 5G-এর ওপরও ছাড় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Samsung

এই সেলে Samsung-এর বেশ কয়েকটি ফোনেও বিশেষ ডিসকাউন্ট পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে Galaxy M31s, Galaxy M51, Galaxy M42 5G, Galaxy M11 এবং গত বছরে লঞ্চ হওয়া Galaxy Note 20। ক্রেজি ডিলের অধীনে, Galaxy M31 এবং Galaxy M12-কে তালিকাভুক্ত করা হয়েছে।

Apple

Apple কোম্পানির দামি আইফোনগুলি একটু সস্তায় পাওয়ার আশায় অনেক গ্রাহকই এই ধরনের সেলগুলির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তাই আইফোনপ্রেমী গ্রাহকদের জন্য এই সেলে রয়েছে বেশ কিছু সুখবর, কারণ ২০২১ সালের অ্যামাজন প্রাইম ডে-তে জনপ্রিয় iPhone 11 ৫০,০০০ টাকারও কমে পাওয়া যাবে। এর পাশাপাশি iPhone 12 Pro ছাড়াও আরও বেশ কয়েকটি আইফোন মডেলে দুর্দান্ত ছাড় মিলবে বলে আশা করা হচ্ছে।

অন্যান্য

Oppo A74, iQOO Z3, iQOO 7 Legend এবং Tecno Spark 7T-র মতো আরও বেশ কয়েকটি স্মার্টফোন এই সেলে সস্তায় পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন