গ্রাহকদের আকর্ষণ করতে Airtel-এর বড় চমক, ফ্রি-তে পাবেন 15টিরও বেশি OTT সাবস্ক্রিপশন

নিজের গ্রাহকদের খুশি করতে এবার বিশেষ সুবিধা নিয়ে হাজির হল Bharti Airtel। অতিসম্প্রতি সংস্থাটি তার Xstream পরিষেবাতে উপলব্ধ OTT সুবিধাগুলি সংশোধন করেছে। ফলত এখন তাদের গ্রাহকরা কেবলমাত্র একটি নয়, বরঞ্চ একসাথে ১৫টিরও বেশি OTT প্ল্যাটফর্ম বিনামূল্যে উপভোগ করতে পারবেন। জানিয়ে রাখি, Airtel-এর আনলিমিটেড প্ল্যানগুলি রিচার্জ করলেই Airtel Xstream Play বেনিফিট পাওয়া যাবে। মানে গ্রাহকদের পছন্দের কন্টেন্ট উপভোগ করতে কোনো অতিরিক্ত খরচ লাগবেনা। চলুন এখন Airtel Xstream-এর পরিবর্তন সম্পর্কে খুঁটিনাটি জেনে নিই।

Xstream সার্ভিসে আপডেট আনল Airtel

দেখতে গেলে এয়ারটেল সম্প্রতি তার এক্সস্ট্রিম অ্যাপের রিব্র্যান্ডিং করেছে। এক্ষেত্রে সংস্থা তার অ্যাপটির চেহারা এবং ইউজার এক্সপিরিয়েন্সে আপডেট এনে এটিকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাছাড়া এর নতুন নাম দেওয়া হয়েছে এক্সস্ট্রিম প্লে (Xstream Play)। এয়ারটেল এক্সস্ট্রিমের দ্বিতীয় আপডেটটি খরচ সংক্রান্ত – ইউজাররা নির্দিষ্ট আনলিমিটেড প্ল্যানগুলি রিচার্জের জন্য বেছে নিলেই ১৫টিরও বেশি প্রিমিয়াম ওটিটি বেনিফিটের একটি সম্পূর্ণ প্যাকেজ অ্যাক্সেস করতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, আগেও রিচার্জ প্ল্যানের সাথে এক্সস্ট্রিম ব্যবহারের সুযোগ দিত এয়ারটেল, তবে তখন শুধু একটি প্ল্যাটফর্মেই বিনোদন পেতেন ইউজাররা।

এইসব Airtel প্ল্যানগুলিতে মিলবে বেনিফিট

এয়ারটেল গ্রাহকরা ৩৫৯ টাকা, ৩৯৯ টাকা, ৪৯৯ টাকা, ৬৯৯ টাকা, ৮৩৯ টাকা এবং ৯৯৯ টাকার মতো ট্রুলি আনলিমিটেড প্যাকগুলি রিচার্জ করলে সাধারণ সমস্ত সুবিধার সাথে এক্সট্রিম প্লে-তে বান্ডিল করা ১৫টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্ম উপভোগ করতে পারবেন। এছাড়া ১৪৮ টাকার ডেটা প্যাকেও মিলবে একই বেনিফিট।

কোন কোন OTT প্ল্যাটফর্ম ফ্রিতে ব্যবহার করতে পারবেন Airtel গ্রাহকরা?

এক্ষেত্রে এয়ারটেল এক্সট্রিম প্লে ব্যবহারকারীরা Sony Liv, Lionsgate Play, Fancode, Epic On, Eros Now, Hoichoi, Manorama Max, Ultra, Shemarumi, Click, Dollywood Play, Namaflix, Hungama, Docube, SocialSwag, Raj Digital TV, Choupal, Kacha Lanka এবং ShortsTV-এর মতো জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মগুলি মোবাইল ডিভাইস, ট্যাবলেট বা টিভি থেকে বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন।