Honor Pad X8 Pro: কম দামে দুর্ধর্ষ ট্যাব লঞ্চ করল অনর, এত সস্তায় এমন ফিচার্স অভাবনীয়

অনর (Honor) তাদের নতুন হাই-এন্ড ট্যাবলেট হিসাবে আগামী ১২ জুলাই লঞ্চ করতে চলেছে MagicPad 13। তার আগেই এখন সাশ্রয়ী মূল্যের একটি নয়া ট্যাবলেট বাজারে এনেছে সংস্থা, যার নাম Honor Pad X8 Pro। এটি গতকাল চীনে Honor X50 এবং আরও কয়েকটি নতুন ডিভাইসের সাথে লঞ্চ করা হয়েছে। Honor Pad X8 Pro-এ বড় এলসিডি ডিসপ্লে, Qualcomm Snapdragon 685 প্রসেসর, ৫ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং বিশাল ৭,২৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

Honor Pad X8 Pro: স্পেসিফিকেশন এবং ফিচার

অনর প্যাড এক্স৮ প্রো ট্যাবের সমতল ব্যাক প্যানেলে রিং আকৃতির এলইডি ফ্ল্যাশের সাথে একটি ক্যামেরা দেখা যায়। সামনের অংশে স্থূল ও প্রতিসম বেজেল রয়েছে, যা সেলফি ক্যামেরাটিকে গোপন করে রাখে। অনর প্যাড এক্স৮ প্রো-তে 2K হাই-ডেফিনেশন রেজোলিউশন এবং অতি-উচ্চ ৮৬% স্ক্রিন-টু-বডি রেশিও সহ বড় ১১.৫ ইঞ্চির এলসিডি স্ক্রিন উপস্থিত রয়েছে। স্ক্রিনে মসৃণ এবং ফ্লুইড ভিজ্যুয়ালের জন্য ১২০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট সাপোর্ট আছে। অনর প্যাড এক্স৮ প্রো টিউভি রাইনল্যান্ড এর লো ব্লু লাইট আই প্রোটেকশন সার্টিফিকেশন সহ চোখের চাপ কমাতে একাধিক আই প্রোটেকশন প্রযুক্তি অফার করে।

উন্নত পারফরম্যান্সের জন্য, ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজে অফার কবে। অনর এক্স৮ প্রো ম্যাজিকওএস ৭.১ সফটওয়্যার দ্বারা পরিচালিত। ট্যাবে একটি ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, অনর প্যাড এক্স৮ প্রো-এ ইন-বিল্ট ৭,২৫০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ২২.৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

উল্লেখযোগ্যভাবে, Honor Pad X8 Pro ইন্ডাস্ট্রির প্রথম সারাউন্ড-টাইপ সিক্স স্পিকারের সাথে এসেছে, যা ইমারসিভ অডিওর জন্য ভোকাল এনহান্সমেন্ট ২.০ সাপোর্ট করে। এতে ওয়াই-ফাই ৫ এবং ব্লুটুথ কীবোর্ড ইন্টিগ্রেশনের ব্যবস্থা আছে।

Honor Pad X8 Pro: মূল্য ও লভ্যতা

চীনের মার্কেটে Honor Pad X8 Pro চারটি ভার্সনে লঞ্চ হয়েছে। এর বেস ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি দাম রাখা হয়েছে ১,০৯৯ ইউয়ান (প্রায় ১২,৫০০ টাকা)। অন্যদিকে ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির মূল্য যথাক্রমে ১,১৯৯ ইউয়ান (প্রায় ১৩,৬৪০ টাকা), ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৫,৯১৫ টাকা) এবং ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,২০০ টাকা)।

Honor Pad X8 Pro পার্পল, স্কাই ব্লু ও স্টার গ্রে-এর মতো আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে। তবে অনরের এই ট্যাবলেটটি ভারতের বাজারে লঞ্চ হবে কিনা, সেই সম্পর্কে কোম্পানির তরফে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।