Kia-র মুকুটে নতুন পালক, 95টি দেশে 1.5 লাখের বেশি মেড-ইন-ইন্ডিয়া SUV গাড়ি রপ্তানি করে নজির

দক্ষিণ কোরিয়ান গাড়ি সংস্থা হুন্ডাই (Hyundai)-এর মালিকানাধীন কিয়া (Kia)-র মুকুটে যুক্ত হল নতুন পালক। ভারতে ব্যবসা শুরুর তিন বছরের মধ্যে ১.৫ লক্ষের অধিক ইউলিটি ভেহিকেল বা ইউভি (UV) গাড়ি রপ্তানির মাইলস্টোন স্পর্শ করেছে তারা। সংস্থা সূত্রে জানানো হয়েছে, ২০১৯-এ ভারতে পদার্পণ করার পর থেকে মেড-ইন-ইন্ডিয়া Seltos, Sonet ও Carens মডেলগুলি ৯৫টি দেশে বিক্রির জন্য পাঠিয়েছে তারা। প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়ি রপ্তানির সংখ্যা পৌঁছেছে ১,৫০,৩৯৫ ইউনিটে । অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে কিয়ার কারখানায় তৈরি হয়েছে ওই গাড়িগুলি। এই সাফল্যে স্বভাবতই খুশির হাওয়া বইছে কিয়ার ভারতীয় শাখার অন্দরমহলে।

কিয়ার এই অভূতপূর্ব সাফল্যে সবচেয়ে বড় অবদান রেখেছে Seltos। মোট এক্সপোর্টের ৭২ শতাংশ এই এসইউভির। বাকি ২৮ শতাংশ Sonet ও Carens মডেল জোড়া সম্মিলিতভাবে অবদান রেখেছে। ২০২২-এর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সংস্থাটি ৫৪,১৫৩ ইউনিট গাড়ি বিদেশের বাজারে পাঠিয়েছে। ফলে ২০২১-এর মতো এবারও কিয়া দেশের শীর্ষস্থানীয় ইউটিলিটি ভেহিকেল রপ্তানিকারী সংস্থার তকমা ধরে রাখতে পেরেছে।

এই প্রসঙ্গে কিয়া ইন্ডিয়ার প্রধান বিক্রি আধিকারিক ময়ুঙ্গ-সিক সোহন বলেন, “কিয়ার বিশ্ববাজারের মধ্যে ভারত কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বাজার। ক্রমশ এই দেশ আমাদের শক্তপোক্ত বিক্রি, উৎপাদন এবং গবেষণা ও উন্নয়ন তালুকে পরিণত হচ্ছে। অনন্তপুরে আমাদের বিশ্বমানের কারখানা একটি অন্যতম উল্লেখযোগ্য রপ্তানি কেন্দ্র। এখানে আমাদের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আমরা কেবলমাত্র দেশের মধ্যেই নয়, বরং বিদেশেও উন্নত মানের পণ্য সরবরাহের দিকে মনোনিবেশ করেছি।”

সোহন যোগ করেন, “সমগ্র বিশ্বে ইউভি-র জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়ে চলেছে। এবং আমরা উচ্ছ্বসিত যে আমাদের মেড-ইন-ইন্ডিয়া ইউভিগুলি আন্তর্জাতিক বাজারে সাড়া জাগাতে পেরেছে।” প্রসঙ্গত, Seltos-এর হাত ধরে ২০১৯ এ ভারতের বাজারে পা রেখেছিল কিয়া। তখন থেকেই মধ্যপ্রাচ্য, আফ্রিকা, মধ্য এবং দক্ষিণ আমেরিকা, মেক্সিকো এবং এশিয়া প্যাসিফিক বাজারগুলিতে গাড়ি রপ্তানি করে আসছে তারা। আগস্টে সংস্থাটি ভারতে তাদের এক মাসে সর্বাধিক গাড়ি রপ্তানির (৮,১৭৪ ইউনিট) রেকর্ড গড়েছে।