দেশের টু-হুইলার মার্কেটে Hero রাজ, বিক্রির নিরিখে Honda-কে টপকে ফের এক নম্বরে

এপ্রিল শেষ হয়ে মে মাস চালু হতেই গত মাসের ব্যবসার পরিসংখ্যান পর্যালোচনা করতে তার রিপোর্ট প্রকাশ করতে শুরু করেছে বিভিন্ন গাড়ি ও বাইক নির্মাতা। প্রত্যাশিতভাবে গত মাসে আবারও মোট মোটরসাইকেল ও স্কুটার বিক্রির নিরিখে দেশে প্রথম স্থানের অধিকারী হয়েছে Hero MotoCorp। ২০২৩ এর এপ্রিলে সংস্থার ৩,৯৬,১০৭টি টু-হুইলার বিক্রি হয়েছে। আর গত মাসে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI) বেচেছে ৩.৭৪ লাখ ইউনিট দু’চাকা গাড়ি। ফলে শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে হিরো মটোকর্প।

যদিও ২০২২ এর এপ্রিল মাসের তুলনায় এবারের এপ্রিলে হিরোর বিক্রি-বাট্টায় খানিক মন্দা দেখা গিয়েছে। গত বছরের একই সময়ে ৪.১৮ লাখ বাইক ও স্কুটার বেচেছিল দেশীয় সংস্থাটি। এই বছরের এপ্রিলে হিরোর বিক্রি করা টু-হুইলারের মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই ৩,৬৮,৮৩০ টি। অন্যদিকে শুধুমাত্র ভারতের গণ্ডিতেই হিরো মোট ৩,৮৬,১৮৪ টি বাইক ও স্কুটার বিক্রি করতে পেরেছে। বিদেশের মাটিতে পাড়ি দিয়েছে ৯৯২৩ টি মডেল।

হিরোর দাবি অনুযায়ী আগামী মাসগুলিতে তাদের সামগ্রিক বিক্রির হার অনেকটাই বৃদ্ধি পাবে। মূলত এর পেছনে বেশকিছু যুক্তি খাড়া করেছে তারা। প্রথমত নতুন বেশ কিছু মডেল কয়েক মাসের মধ্যেই লঞ্চ হবার পাশাপাশি দেশের অর্থনীতির চাঙ্গা পরিস্থিতি এবং গ্রাহকদের নতুন দুই চাকার মডেল কেনার প্রতি যে ঝোঁক তৈরি হয়েছে এই সবগুলি মিলিয়েই তাদের ব্যবসা অনেকটাই গতি পাবে।

প্রসঙ্গত, হিরো সদ্য তাদের ইলেকট্রিক স্কুটার – Vida V1 Pro ও V1 Plus মডেল দু’টির দাম একলাফে যথাক্রমে ১৯,০০০ টাকা ও ২৫,০০০ টাকা কমিয়েছে। গত বছর V1 Plus ও V1 Pro লঞ্চের সময় যথাক্রমে ১.৪৫ লক্ষ টাকা ও ১.৫৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) মূল্য ধার্য করা হয়েছিল। স্কুটার দুটি সস্তা হওয়ার ফলে আরও বেশি সংখ্যক ক্রেতার হাতের নাগালে পৌঁছেছে বলেই মনে করছে কোম্পানি। তবে রাজ্য বিশেষে সরকার প্রদেয় ভর্তুকির পরিমাণের উপর নির্ভর করছে দাম।