দারুণ খবর শুনিয়ে উত্তেজনা বাড়াল Hero, সপ্তমীর আগেই গ্রাহকদের জন্য বিশাল চমক

আমেরিকার আইকনিক মোটরবাইক নির্মাতা Harley Davidson-এর সাথে জুটি বেঁধে হৈচৈ ফেলে মাস দুই আগেই দেশের এক নম্বর টু-হুইলার ব্র্যান্ড Hero MotoCorp লঞ্চ করেছে X440 নামে এক রেট্রো রোডস্টার বাইক। উৎসবের মরসুমে চাহিদার কথা মাথায় রেখে সামনের রোববার থেকেই এটির ডেলিভারি শুরু করতে চলেছে হিরো। নবরাত্রির প্রথম দিন, আগামী ১৫ অক্টোবর রয়্যাল এনফিল্ড-কে টেক্কা দিতে আসা Harley X440-এর চাবি গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

Harley Davidson X440-এর ডেলিভারি আগামী ১৫ই অক্টোবর থেকে শুরু

ভারতে হার্লে ডেভিডসন-এর সবচেয়ে সস্তা এই মোটরসাইকেলের বুকিং শুরু হয়েছিল গত ১ সেপ্টেম্বর। প্রথম পর্যায়ের অগ্রিম বুকিং উইন্ডো বন্ধ হয়েছে গত ৩০শে সেপ্টেম্বর। দ্বিতীয় দফায় বুকিং চালু হবে আগামী ১৬ই অক্টোবর থেকে। গত মাস পর্যন্ত বাইকটির ২৫ হাজারের বেশি বুকিং এসেছে। উল্লেখ্য, Denim, Vivid এবং S – এই তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ Harley-Davidson X440। দাম যথাক্রমে ২,৩৯,৫০০ টাকা, ২,৫৯,৫০০ টাকা এবং ২,৭৯,৫০০ টাকা (এক্স-শোরুম)।

Harley-Davidson X440: পারফরম্যান্স

Harley-Davidson X440 এর ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে একে চালিকাশক্তি সরবরাহ করে ৪৪০ সিসিরএয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন। সর্বোচ্চ ২৭.৬ বিএইচপি ক্ষমতা ও সর্বাধিক ৩৮ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই ইঞ্জিনের। গিয়ারের সংখ্যা ছয়। যার সঙ্গে রয়েছে অ্যাসিস্ট এবং স্লিপার ক্লাচ।

Harley-Davidson X440: ফিচার্স

বাইকটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যেগুলির মধ্যে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, টিএফটি ডিসপ্লে, ব্লুটুথ এবং ডুয়েল চ্যানেল এবিএস। Harley-Davidson X440-এর সর্বত্রই এলইডি লাইটের ব্যবহার বেশ নজর কাড়ে। ইন্সট্রুমেন্ট কনসোলে টেকোমিটার, ট্রিপমিটার, ওডোমিটার, সার্ভিস ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড অ্যালার্ট ইত্যাদির মত বহু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখতে পাওয়া যায়।

Harley-Davidson X440: সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম

সাসপেনশনের দায়িত্ব সামলাতে সামনের দিকে KYB এর ইউএসডি ফর্ক এবং পিছনে সাত ধাপযুক্ত প্রিলোড অ্যাডজাস্টেবল মনোশক অ্যাবজর্ভার বিদ্যমান। ব্রেকিং সামনের ও পিছনের চাকায় যথাক্রমে ৩২০ মিমিএবং ২৪০ মিমি ডিস্ক ব্যবহার করা হয়েছে। স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এছাড়াও ভ্যারিয়েন্ট অনুযায়ী চাকাতে স্পোক এবং অ্যালয় দেখতে পাওয়া যায়।