একের বেশি Samsung প্রোডাক্ট কিনলেই বাম্পার ছাড়, Samsung Home প্রোগ্রামের সুবিধাগুলি দেখে নিন

অনুগত গ্রাহকদের খুশি করতে স্যামসাং (Samsung) তাদের নতুন ‘স্যামসাং হোম’ (Samsung Home) পোগ্রাম লঞ্চ করলো। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের (Flipkart) সঙ্গে যৌথভাবে তারা পোগ্রামটিকে সামনে এনেছে। এর দ্বারা স্যামসাং (Samsung) পণ্য ক্রয়কারী বড় অংশের মানুষ নানাভাবে লাভবান হতে পারেন। বিশেষ করে সংস্থার বৈদ্যুতিক পণ্যের প্রতি আকৃষ্ট ক্রেতাদের গুরুত্বকে স্বীকৃতি দিয়ে পোগ্রামটি তাদের কাছে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পৌঁছে দেবে বলে স্যামসাং কর্তৃপক্ষের বক্তব্য।

Samsung ও Flipkart আনলো Samsung Home

২৮শে জুলাই, ২০২১ থেকে ১৫ই সেপ্টেম্বর, ২০২১ তারিখের মধ্যে নতুন স্যামসাং প্রোডাক্ট কিনে থাকলে ক্রেতারা স্যামসাং হোম পোগ্রামের ফায়দা ওঠাতে পারবেন। এক্ষেত্রে প্রথম কেনাকাটার সাথে অন্তত ১৫ দিনের পার্থক্য রেখে দ্বিতীয় পণ্য ক্রয়ের উপরে গ্রাহকেরা আকর্ষণীয় অফার ও ছাড়ের সুযোগ পাবেন। ৩০শে সেপ্টেম্বর, ২০২১ প্রকল্পের লাভ উসুলের শেষ দিন। ফলে এর মধ্যেই টেলিভিশন, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন প্রভৃতি নতুন স্যামসাং প্রোডাক্ট ঘরে তুলে বাড়তি লাভের অঙ্ক নিজের পকেটে পুরে ফেলুন।

Samsung Home প্রোগ্রামের অন্যতম অফার অনুযায়ী ক্রেতাকে প্রথম ইএমআইয়ের (EMI) মাত্র ৫০ শতাংশ অর্থ সংস্থাকে তুলে দিতে হবে। আবার আলাদা আলাদা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অফার কার্যকর। যেমন, পোগ্রামটি সচল থাকাকালীন কেউ স্যামসাংয়ের টেলিভিশন কিনে থাকলে এবার তিনি ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর প্রভৃতি কেনার উপরে ছাড় পাবেন।

Samsung Home প্রোগ্রামের সুফল ভোগের জন্য যা করতে হবে –

১. ১৫ই সেপ্টেম্বরের (২০২১) আগে স্যামসাং পণ্য ক্রয় করতে হবে।

২. প্রথম ক্রয়ের কথা পোস্ট করলেই স্যামসাং হোম পোগ্রামে সক্রিয় হয়ে যাবে।

৩. দুটি কেনাকাটার মধ্যে অন্তত ১৫ দিনের তফাৎ রাখতে হবে।

৪. প্রথম ইএমআই (EMI) মূল্য পরিশোধের সময় প্রদেয় টাকার ৫০ শতাংশ ছাড় হিসেবে বাদ যাবে। এক্ষেত্রে ক্রেতার ২,৫০০ টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন